একাকিত্বের স্বিদ্ধান্ত

হৃদয়ের স্পন্দন ৪ মার্চ ২০১৫, বুধবার, ০৯:৪৯:১৬অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য

বিষন্ন সন্ধ্যায়; আনমনে একাকী আধারে
ভ্রষ্ট কাকতাড়ুয়া জীবনের হিসাব কষে
কেটে যায় রাতের অর্ধ অংশ,
মেলেনি সিকিভাগ বাকি আছে সিংহ।

তারপর কাটে বাকি অর্ধ রাত
পাখি ডাকা ভোর শিল্পির চোখে স্বর্নালি প্রভাত ,
ঘুম ঘুম দু চোখ , হিসাব দেখে নেওয়ার পালা
ভুল শুধু ভুল প্রেমের অবহেলা।

অতপর:
আলখেল্লা গায়ে বেরিয়ে পড়া; সকালের মিষ্টি রোদ কিংবা কুয়াশার চাদরে
কিছু ছিনতাইকারী ঘুমিয়েছে আর কিছু মদের আড্ডায়।
শীতের সকালে আলখেল্লা জড়িয়ে
চলেছি প্রিয়ার খুনের নেশায়।

বেশ কয়েকটা বছর জ্বালিয়ে মেরেছে,
এ কথা সে কথার কথকথায় ভুলিয়ে রেখেছে;
তারপর হটাৎ এক সন্ধ্যায় গায়ে মেখেছে হলুদ
পালিয়েছে ছলনাময়ী।

শুনেছি আজ আসবে দক্ষিণারঞ্জন এর বাড়ি,
জিজ্ঞেস করবো কোন দিকে আমি ছিলাম আনাড়ি।
উত্তর মিললে হয়তো রক্ষে
নয়তো খুন করেই ফিরবো বাড়ি।

৪৭৮জন ৪৭৮জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ