এক সময় অনেক চেষ্টা করেছি ,নিজেকে বুঝিয়েছি ,তোমাকে বুঝানোর চেষ্টা করেছি ,তুমি বুঝতে চাওনি । তোমার চোখে ছিল রঙিন চশমা । সাদাকালো এই আমাকে তখন তোমার মনে হয়েছে বাগানের আগাছাঘেরা বরই গাছ। পরিচর্যা না করলেও যে বড় হবে, ফল দেবে এবং তোমার বাগানেই থাকবে। কিন্তু তুমি ভুল করেছিলে। আমি ছিলাম আগছায় ঢাকা কৃষ্ণচূড়া । যখন তোমার আঙিনা ছেড়ে আমি বেড়ে উঠলাম , লাল ফুলে রঙিন হলাম তখন বসন্তের নতুন আলোয় তোমার চোখ গেলো ঝলসে, তোমার রঙিন চশমা তোমাকে বাচাতে পারলো না। এখন আমার সাখায় বাসা বাধতে আসে হলুদ পাখি,কাকাতুয়া।

কিন্তু এখনও আমি খুজি চশমাবিহীন তোমাকে।

৫৯৫জন ৫৯৫জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ