এভাবেই
আজ দুই দেয়ালে বন্দী আমরা দুজন ,
ভগ্ন রুগ্ন স্মৃতির গাছের গোড়ায় ধরেছে পঁচন !
এভাবেই
এক ভাঙ্গা ভায়োলিন বাজায় করুণ সুর ,
ঝাপসা , অস্পষ্ট , অস্পৃশ্য – তুমি হারিয়েছো বহুদূর !
এভাবেই
সচল অশ্রুগ্রন্থি , চোখের সকেটে ক্ষীর ,
দুই আত্মার হৃদয় গহীনে প্রোথিত ত্রিফলা তীর !
এভাবেই
তুমি হারিয়ে ফেলেছো – অধিকার আর মায়া ,
পেছন থেকে ব্লেজার টানে তোমার নি:শেষ কায়া !
এভাবেই
তুমি হিমাদ্রী শিখরে অস্তমিত এক রবি ,
আত্মভোলা এক যাযাবর হয় বাউণ্ডুলে কবি !
এভাবেই
কবির নস্টালজিকতা লিখে যায় প্রেম কাব্য ,
যদিও
অন্য দেবতা তোমায় করেছে পণ্য ! ভোগ্য ।।
৬টি মন্তব্য
খসড়া
ভাল লাগা রেখে গেলাম।
শান্তনু শান্ত
ধন্যবাদ খসড়া 🙂
স্বপ্ন নীলা
কবির নস্টালজিকতা লিখে যায় প্রেম কাব্য ,
যদিও
অন্য দেবতা তোমায় করেছে পণ্য ! ভোগ্য ।।’’—- দারুন লিখছেন
শান্তনু শান্ত
ধন্যবাদ আপু 🙂
তামান্না
ভাল লাগলো
শান্তনু শান্ত
থ্যাংকস 🙂