ছবি, আমি কিছু মনে করি নি ;)

হাকুশ পাকুশ ৩০ এপ্রিল ২০১৩, মঙ্গলবার, ০১:৫০:১৭অপরাহ্ন ছবিব্লগ ১২ মন্তব্য

আমায় একবার এক পুলা আমার মা-বাবা তুলে গালি দিচিল। ক্লাস ৩/৪ থাকতে। স্কুল ছুটি হওয়ার পর ওরে স্লাট দিয়া মারতে মারতে সাঁকো থেকে নিচে ফালাইচিনাম। আমি হিংস্র ছিলাম ক্লাস ৮ পর্যন্ত। তার পর আর কারো সঙ্গে ঝগড়া করি নাই। সবসময় চেষ্টা করেছি শান্তির। এখন কেউ গালি দিলে প্রথমে ঠিক ই মাথা আউলাইয়া যায় কিন্তু পরক্কনেই, চিন্তা করি সে কেন আমায় গালি দিল? আমি গালি কে অনেক সময় হাঁসি দিয়া উড়াইয়া দিই, যখন অযুক্তিক ভাবে কেউ গালি দেয়। আর কেউ যদি ভুল করে গালি দেয়, তাহলে তাকে বুজানোর চেস্টা করি।
হাহা 🙂 “হাসনাত আব্দুল হাই”কে কে কে গালি দিচেন ? হ্যা উনি আমাদের নারী নেত্রীদের অপমান করেছেন, গ্রামের মেয়েদের অপমান করেছেন। কিন্তু মুখে থূঃ থুঃ দেয়ার মত কয়েক জনকে চিহ্নিত করেছেন। লেখাটা চটি টাইপ হওয়াতে উনি নিজেও মুখে থুঃ থুঃ  পাইছেন 🙂 ।
আরে আমি ত আসছি ছবি দেওয়ার জন্য … এই সব কি লিখতেছি ???
কেডায় জানি তেঁতুলের ছবি দিয়া কইচিল , জিবে পানি আসলে ওয় দায়ীয়ই না। ভাই/বোন এইবার আপনের জিবে  পানি আসলে আমিও দায়ী না 😛
আর যদি সইতে না পারেন তাইলে মুগ বাড়ি চইলা আসেন ……

১.

2. ……

3…..

4…..

5….

6…..

7……

8……

আর হ্যা তুমি 😉
নাছুর বান্দা কাঁহাকে বলে টের পাবা 🙂 :*

 

 

 

১১২৯জন ১১২৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ