হারতে দারুন লাগে,জেতার মতই
অসংখ্য হার জীবন জুড়ে,অগণন
আগুন দেখেই ছুটে যাওয়া কাঁচপোকা –
পুড়ে ছাই,তবু ছুটে যাওয়াটাই সত্যি
ছুটে যাওয়াটাই গোটা একটা জীবন।
সহজ জীবন চাইলে শুধুই পুরুষ,ঘোর সংসারী
সহজ জীবন চাইলে যাযাবর নয় কিছুতেই –
সহজ জীবনে মেটেনা তৃষ্ণা, মেটেনা কিছুই।
সহজ জীবন চাইলে সে ভুল ঈশ্বর,খুব মানবিক
হাহাকার নিয়ে কাটায় বেলা বিমুগ্ধ প্রেমিক।
শূন্যের সাথে শূন্য গেঁথে মালা গাঁথা
শূন্যতাই ঈশ্বর,শয়তান, শূন্যতাই সারকথা।
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কিছু শুন্যতা শূন্যের মরীচিকার ডানায় ভর করে ঘুরে বেড়ায় ।
সাইদ মিলটন
কিছু শুন্যতা শূন্যের মরীচিকার ডানায় ভর করে ঘুরে বেড়ায়
কিছু শূন্যতা আমাকে ছুঁয়ে দিয়েই শুন্যে মিলায়
মামুন
ছুটে যাওয়াটাই গোটা একটা জীবন। – অপুর্ব লাগল।
অন্তবিহীন পথ চলাই জীবন… গতি ই জীবন।
ভালো লাগা রেখে গেলাম কবি! -{@
সাইদ মিলটন
ধন্যবাদ মামুন ভাই 🙂
হৃদয়ের স্পন্দন
সহজ জীবন চাইলে যাযাবর নয় কিছুতেই –
সহজ জীবনে মেটেনা তৃষ্ণা,
যাযাবর হবার ইচ্ছা
সাইদ মিলটন
যাযাবর জীবনে কিছুই পায়না ঘর নারী শিকড় কিচ্ছুনা
কৃন্তনিকা
“শূন্যের সাথে শূন্য গেঁথে মালা গাঁথা
শূন্যতাই ঈশ্বর,শয়তান, শূন্যতাই সারকথা।”
ভীষণ ভালো লেগেছে…
জীবনদর্শনের গভীরতা উঠে এসেছে। 🙂
সাইদ মিলটন
জীবনদর্শনের গভীরতা আসলে জীবনকে ছুঁতে পারেনা, বাস্তবে জীবন বড্ড স্থুল 🙂
জিসান শা ইকরাম
সহজ জীবনে যাযাবর নেই
যিনি জানেন, তিনিই বুঝেন 🙂
সাইদ মিলটন
আমি অপার হয়ে বসে আছি …
অপার …
নুসরাত মৌরিন
“হারতে দারুন লাগে,জেতার মতই
অসংখ্য হার জীবন জুড়ে” (y)
সাইদ মিলটন
থ্যাংকস নুসরাত 🙂
ব্লগার সজীব
কেমন করে লেখেন এমন জীবনের গান সাঈদ ভাই?
সাইদ মিলটন
জীবন দিয়াছে যারে হলদে ঝুমঝুমি
সে কখনো দেখবেনা দুপায়ের সোনালী শৃঙ্খল 🙂
মেহেরী তাজ
আপনার কবিটা পড়তে কেন জানি ভয় ভয় করে।যদিও ভালো লাগে খুব।
সাইদ মিলটন
তাই নাকি 😮
কি ভয়ানক কথা 😮 😀
ভয়ের কি আছে কয়েকটা লাইনইতো 🙂
শুন্য শুন্যালয়
এরেই বলে সুখে থাকলে ভূতে কিলায়। আবার আমার নাম নিয়া টানাটানি 😛
সত্যিই বলেছেন, সকলের মধ্যেই একটা যাযাবর মন ঘাপটি মেরে থাকে। ঘোর সংসারী পুরুষও একসময় চঞ্চল হয়ে ওঠে। তবে একে হেরে যাওয়া বলে কিনা জানিনা।
অনেক সুন্দর লেখা বস।
সাইদ মিলটন
🙂
আপনারে টাইনা আনার জন্য এত্তগুলা ইয়ে 😀
কি করতাম নামটাই এমন চারিদিক আড়াল করাযে 🙂
ধন্যবাদ বস