এই ব্লগের যত লেখক লেখিকা আছেন তাদের সমিপে আমার সবিনয় নিবেদন এই যে আমি একজন নতুন ব্লগার আমার জন্য আপানাদের দোয়া চাই যাতে আমিও আপনাদের মত লেখতে পারি। আপ্নারা সবাই অনেক অনেক ভালো লিখেন কেমনে লিখেন একটু জানাইবেন এই উন্মাদ অধমরে। খুবি উপকৃত হইব আমি।

আমাকে যদি গাইড লাইন দেন তবে আমিও চেষ্টা করতে পারি কিচুমিচু লিখার।

 

 

 

 

 

 

 

নতুন হিসেবে আপনাদের জন্য চাইর লাইন এসএমএস কাব্য লিখলামঃ নীনঃ

সিচুয়েশনঃ আপনার প্রেমিকা যদি প্রতি ঘন্টা আপনার লগে রাগ করে তবে  তারে  SMS করুনঃ

সারাদিনই রাগ ভাঙ্গানো

হয় যদি মোর ডিউটি, 😀

এটাই আমার শেষ SMS

বিদায় প্রিয় বিউটি। :D)

বিঃদ্রঃ এতে যদি আপনার প্রেমিকা আপনারে এক্কেবারে ছাইড়া চইলা যায় তবে কিন্তু আমি উন্মাদ দায়ী নই। নিজ দায়িত্বে তারে SMS করবেন পিলিজ।

তবে তিনি যদি চলেই যায় তয় এই বৃষ্টি দিনে তারে ফিরতি SMS করতে পারেনঃ

তোমার জন্য

বৃষ্টি দিনে,

বিলাপ করি ;(

মিষ্টি কিনে।

খিক খিক খিক। আপনার ভালো-বাসার অকাল মরন হইলে আমি কিন্তু দায়ী না। সবাইকে উন্মাদীয় শুভেচ্ছা।

 

৫১৮জন ৫১৮জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ