১. বৃষ্টি চেয়ে ক্লান্ত আমি
তৃষনার্ত এক চাতক,
তোমায় আমি ঠিক চিনেছি
মায়াবীনি ঘাতক।
২. ভালবাসার মুখোশ পরে
খাচ্ছ আমায় ছিলে,
সেই প্রমানই পাচ্ছি আমি
খাওয়ার পরের বিলে। ;?
৩. মনটা আমার চাঁদের ন্যায়
তুমি তার সূয্যি,
তোমার আলোয় আলোকিত
হচ্ছি আমি রোজ্জই। \|/
৪. বড্ড তোমায় ভালবাসি
দোষ কি আমার এটা ?
চোখ যে তোমার কথা বলে
দোষ করেছে সেটা। :p
৫. ভালবেসে রুমাল দিলি
সঙ্গে যাতে থুই,
সর্দি হলেই হয় অনুভব
এইতো আছিস তুই।। 😀
৬. আমার হৃদয় ফুল বানিয়ে
দিলাম উপহার,
ফুলটা ফেলে কাঁটা তুমি
করলে ব্যাবহার।। ^:^
৭। ক্লান্ত আমি মুক্তি চেয়ে
মামলা ঠুকে ঠুকে,
তোমার মনের ঘাতাগারে
মরছি ধুকে ধুকে।। ^:^
৮. ভাঙ্গা আমার হৃদয়টাকে
বেচবো সস্তা দামে,
কিনতে চাইলে দরখাস্ত
পাঠিও নীল খামে।। :=
আমার আসলে অনেক কাম কাজ তবে মাঝে মাঝে মাথায় পাগলামি চাড়া মারলে আপ্নাগ লগে দেখা করতে আসি, খালি হাতেতো আর আসুন যায়না তাই একখান রম্য কাব্য দিয়া গেলাম। সবাই ভাল থাইকেন অনেক অনেক।
ইতি সীমান্ত উন্মাদ।
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
মজা পেলাম খুব 🙂
সীমান্ত উন্মাদ
শুভকামনা এবং ধন্যবাদ মামা। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম!কত্ত কাম আর৵কাম এটার মানে কি ভাইয়া…আমি কিন্তু অন্য মাইন্ড করিনি।খুব মজা পেলাম। -{@
সীমান্ত উন্মাদ
অ্যাঁই গেরামের পোলা তাই কাজরে কাম কই। নো নেগেটিভিটি :p । আর আপ্নে মজাক পাইছেন বইলা আমিও মজাক পাইলাম।
মিসু
সোনেলায় সর্দি নিয়ে আসলেন নাকি?
সীমান্ত উন্মাদ
আপ্নে আইজকা জানলেন সনেলার সর্দি অনেক আগে থাইকাই। একখান রুমাল কিন্না পাঠাই দেন।
শুন্য শুন্যালয়
রুমাল বুঝি শুধু সর্দির কাজে ব্যবহার হয়? 😀 আপনার তিনি দেখলে খবর আছে। মজারু হইছে পদ্যমালা। কামকাজ করা ভালো, আমাদের কথা মনে রেখেছেন দেখে অনেক ধন্যবাদ।
সীমান্ত উন্মাদ
আমারতো কোন তিনি নাই আপনি আছেন তাই খবর হবার কোন সম্ভাবনা নাই। আর ইহা পদ্যমালা নহে ইহা রম্যকাব্যমালা। আপ্নাকেও ধইন্ন্যাপাতা।
স্বপ্ন নীলা
ভীষণ মজা পেলাম — ভীষণ
সীমান্ত উন্মাদ
ভীষণ ধইন্না আপ্নারে।
নীলাঞ্জনা নীলা
ভাঙ্গা আমার হৃদয়টাকে
বেচবো সস্তা দামে,
কিনতে চাইলে দরখাস্ত
পাঠিও নীল খামে।—- নীল খামের যুগ চলে গিয়েছে। এখন ফেইসবুক ইনবক্সের যুগ ।
সীমান্ত উন্মাদ
আমার ফেইসবুক কাব্য মনে হয় মিস করেছে। যাইহোক আমি উন্মাদ মানুষ পুরান আমলের, মানে আপনার ইস্কুল টাইমের কাছাকাছি আরকি!! :p কাব্য পড়ার জইন্য ধইন্যা পাতার শুভেচ্ছা এবং শুভকামনা।
লীলাবতী
খুবই মজা পেলাম।
সীমান্ত উন্মাদ
মজাক মজাক ধইন্যা পাতা আপ্নারে। :D)