যদিও অস্থির সময় –
তার বদলে পেতে পারো স্তব্ধতা
তার বদলে পেতে পারো ফুল ছরানো পাতাহীন নুয়ে পরা ডlল ।
পেতেই পারো একলা দুপুর , শাদা ভাবনা
সব মিলানো মিথ্যে অংকের সরল উত্তর,
তার বদলে পেতেই পারো সুগন্ধী বৃষ্টির জল ।
পাবেনা কেবল মেঘের ভেলা ,শাদা রঙের ঘুড়ি
পাবেনা কিছুই, যা কিছু ভরায় শুন্য হৃদয়তল।
২৫টি মন্তব্য
প্রহেলিকা
প্রাপ্তি ও অপ্রাপ্তির বোধ আজ বড়ই নিষ্ক্রিয় তাতে করে আপনার দেখানো অস্থিরতার বদলে কিছুটা স্তব্ধতা আমিও চাই।
লেখার জন্য ধন্যবাদ কবি বন্ধু , শেষ লাইনে “কিছুই” শব্দটি দু’বার চলে আসছে, দ্বিতীয়টি তুলে দিলে পড়তে আরো বেশি ভাল লাগবে যা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। শুভ কামনা রইল কবি। -{@
আগুন রঙের শিমুল
ধন্যবাদ প্রহেলিকা 🙂
অইটা একটা টাইপো ছিল, কিছু লিখতে গিয়ে কিছুই হয়ে গেছে 🙂
প্রহেলিকা
হ্যা এখন ঠিক আছে, তবে সম্পূর্ণ রহিত করলেও মন্দ হত না। আচ্ছা এবার আপনি বলেন লেখা কুত্থেকে এভাবে শাণ দেওয়া হচ্ছে?
আগুন রঙের শিমুল
যে শব্দের ছবি আঁকে সে আমি নই ভাই 🙂
মাঝে মাঝে আমি তার দেখা পাই , বাকিটা সময় তারে খুঁজে বেড়াই আমিও
প্রহেলিকা
মাঝে মাঝে কোন সময়টাতে এসে ডাকে কলস্বনে তা জানিয়ে আমিও না হয় সে সময়ে জেগে থাকতাম।
অলিভার
অস্থির সময়ে পরিচিত ভুবনটাকে অন্যরকম মনে হয়। মিথ্যে হয়ে যায় জানাশোনা সব জ্ঞান গুলি। কিন্তু অস্থির সময় কিন্তু একেবারে থেকে যায় না। স্বস্তিও এনে দেয় সময়টা কেটে যাবার পর 🙂
আগুন রঙের শিমুল
সে আশাতেই আছি 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
এত কিছু পাবার মাঝে না পাবার ঘোষনা কেন শিমুল ভাই ? যা পাবেনা তাই তো সব কিছু । কবিতায় ভালো লাগা।
আগুন রঙের শিমুল
উইন উইন সিচুয়েশন বলে যে কিছু নেই তাই
হয় উইন অথবা লুজ 🙂
ধন্যবাদ
ছাইরাছ হেলাল
অস্থির অস্থিরতায় পাওয়া বা না পাওয়ার জটিলতম সরল অংকের সমন্বয় সত্যি দুরূহ ।
লেখা ঠিক আছে । ঠিক হচ্ছেও । কিন্তু আমি যে ‘উদাসি শব্দের অভিমান’ এ আটকে আছি । (শব্দটি কি উদাসী হবে ?)
আগুন রঙের শিমুল
ি আর ী এর পার্থক্য যদ্দুর জানি তুলে দেওয়া হয়েছে বাংলা একাডেমী বানান রীতিতে 🙂
ধন্যবাদ হেলাল ভাই
শুন্য শুন্যালয়
একলা দুপুর, সুগন্ধি বৃস্টির জলেও কাজ চলবে… সময় স্থিরতা কিছুটা চাপিয়ে দেয়া যাক অন্যের উপর…
লেখায় এতো আবেগ কেমন করে দেয়া যায় তাই ভাবছি।
আগুন রঙের শিমুল
কিছুটা না সাবেক ভবঘুরে স্থিরতা খুজে পেয়েছে যার জন্য স্থিরতা পুরোটাই তার জন্য 🙂
আবেগ বেশী নাতো , বরং এমন কোন লাইন লিখতে ইচ্ছে করে যে লাইন পড়ে বহুকাল আগে ভুলে যাওয়া কেউ বলবে রে উদাসী আগে কেন লিখিস নি এমন 🙂
জসীম উদ্দীন মুহম্মদ
পেতেই পারো একলা দুপুর , শাদা ভাবনা
সব মিলানো মিথ্যে অংকের সরল উত্তর,
তার বদলে পেতেই পারো সুগন্ধী বৃষ্টির জল ।———— অসাধারন মানের একটি কবিতা ! এমন কবিতায় শুধুই
মুগ্ধ হওয়া যায় । শুভেচ্ছা জানবেন প্রিয় কবি ।। -{@ -{@ -{@
আগুন রঙের শিমুল
অসংখ্য ধন্যবাদ 🙂
লীলাবতী
ভালো লেগেছে ভাইয়া। কেমন এক শুন্যতা ।
আগুন রঙের শিমুল
শূন্যতা না ঠিক ভাইয়া , এইটা অপূর্ণতা 🙂
বনলতা সেন
আগে ভাগে বলে দেওয়াই ভালো । এতটা হৃদশূন্যতা দেখালেন !
আগুন রঙের শিমুল
যদিও অপূর্ণতা আছে ,তবু হৃদ উষ্ণতার কমতি নেই
আদিব আদ্নান
এত দুঃখের লেখা কেন ?
আগুন রঙের শিমুল
দুঃখের লেখার মার্কেট ভালু 😀 কহিয়াছেন কবি উদ্ভ্রান্ত 😀
জিসান শা ইকরাম
শিমুল ভাই, আপনাকে কেবল আপনিই অতিক্রম করতে পারেন 🙂
এত ব্যস্ততার মাঝেও কিভাবে এমন কবিতা আসে, তাই ভাবি আমি।
আগুন রঙের শিমুল
দাদা 😀 আমি মনে যা আসে তাই লেখি কদ্দুর কি হয় আল্লায় জানে
আর আপনাদের ভালবাসায় সব একটু বেশীই ভালো দেখেন আপনারা 🙂
ব্লগার সজীব
খুব ভালো লেগেছে ভাই।
আগুন রঙের শিমুল
থ্যাঙ্কু সজীব 🙂