আমরা তিন বন্ধুর কাহিনী দেইখা তিন ফকিরের কথা মনে পড়ল

কোন এক উজ্জল জোঁত্‍সা রাতে তিন ফকির কাঁনা,নেংরা,ও সদ্য নবাগত ফকির ভিক্ষা করে বাড়িতে ফিরছিল……

কাঁনা নেংরাকে গাড়ীতে বসিয়ে পিছন থেকে ঠেলা দিয়ে চলতেছে আর সদ্য ফকিরটি রাস্তা চিনে বলে গাড়ীর সামন দিয়ে টেনে নিয়ে যাচ্ছে….

কিন্তু কারও সাথে কেউ কথা বলতেছে না কিছুক্ষধত আগে তাদের মধ্যে একটু একটু ঝগড়া হয়েছে।

পথিমধ্যে কাঁনা শুনতে পেল যে রাস্তার কোন এক লোক বলতেছে ইস্ আজ কি জোঁত্‍না…!

সেই কথা শুইনা দেহুইন কি হইল 😛

কাঁনা বললঃ আহ্ আজ জোঁত্‍না টা অনেক আঁলোকিত রঁশ্ন্মি ছড়াচ্ছে…

নেংরা বললঃ চুঁপ থাক ! পাঁ দিয়ে লাথি মাইরা দিমু কিন্তু….

সদ্য নবাগত ফকিরটি ছিল একটু চালাক….

তাই সে বললঃ কাঁনারে মার লাথি…যত টাকা লাগে আমি দিব।

….সেইরহম একটা আজগবি ঘটনা ঘঁটল আমাদের মাঝে…হুম সেটা বলা কঠিন তার পরেও বলতাছি…

মিঃ মেহরাব বললেনঃ আজ জার্মানি ২০ টা গোল দিব।

মিঃ মাহিমঃ যদি দেয় তোরে ২০ কেজি মিঁষ্টি খাওয়ামু… 😛

নষ্টঃ মিষ্টি নিয়ে আয়,যত্ত টাকা লাগে আমি দিয়ে দিমু..

আমাদের তিন জনের বর্তমান অবস্হা ঐ ফকিরের মত…আর থ্যাংকু মেহরাব তোমায় এই রকম একটা বুদ্ধিমান কথা বলার জন্য।

৬৬১জন ৬৬১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ