শুধু ভালবাসা

মনির হোসেন মমি ৭ জুন ২০১৪, শনিবার, ০৯:৪৯:৪২অপরাহ্ন বিবিধ ৮ মন্তব্য

যাক না গোল্লায় জীবনের অধিকারগুলো

হউক না আজ কিছু উলোট পালোট

গাইবো না এবার কোন জনতার গান

গাইবো শুধু ছন্দে ছন্দে শুধু ভালবাসার গান।

ক্ষণিকে জীবনে কে পর কে বা আপন

ভাবি না কিছু আর সবই যে তার

জম্মের স্বাধ আজম্মার তরে

ভালবাসার স্বাধ মানবের উপরে।

চাই না আমি পাহাড় তুল্য হীরা মণি

চাই না আমি হতে সকলের মধ্য মণি

চাই শুধু তোমার কাছে দূর অতীতে

অজানা

ভালবাসার সমুদ্র জয়ের কাহিনী।

হারিয়ে যাবো হারিয়ে যেতে চাই

সেই আগুন লাগা ফাগুনে সেই কৃষ্ণচুড়ায়

পাশা পাশি মূখো মূখি বসিবার ফের অধিকার

জানি,গত হয়েছে কাল

নেই আর ভালবাসর সেই ঝাল।

সময়ের পিছু ছুটেছি অন্ধ হয়ে

রেখেছিলাম ওয়েট লিষ্টে তোমার অধিকার টুকু

আজ বয়সের ক্লান্তি লগ্নে

একটু ছোয়াঁ একটু আদর মন বলে দুটি হৃদয়ের।

তুমি আমি সে অথবা আমরা

রব না কেহ চিরদিন ধরনীর বুকে

পৃথিবীর সব কিছুই ধ্বংসাজ্ঞ অবসম্ভাভাবী

শুধু তোমার আমার আমাদের ভালবাসা

রবে মৃত্যুঞ্জয়ী।

১১৯২জন ১১৯৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ