সোনেলা

আমি ইপসিতা বলছি ১৪ মে ২০১৪, বুধবার, ১১:৩৪:১৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

স্বর্নে যেমন সব সময় একটা চাকচিক্যতা থাকে তেমনি সূর্যের আলোতে এই ভাবটা আমি দেখতে পাই।
প্রতিদিন সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন সূর্যটা উঠে যায় আমারই আগে। সকালে উঠেই প্রথমে জানালার সামনে দাড়াই দেখি চারপাশ সোনালী আভায় ভরে যায়…..
সোনেলা ব্লগটাকে ঠিক আমার কেমন যেনো সূর্যের আলোর মত সোনালী লাগে। মনে হয় পুরো ব্লগটাতেই এই আলো ছড়িয়ে আছে।এই আলো সূর্যের আলোর মত…শেষ হবার নয় ……

তাই আমি কেন এই আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো ? চলে আসলাম পাঠকের পাশাপাশি লেখক হিসেবে। দোয়া করবেন ।

৫৯৬জন ৫৯৬জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ