স্বিকারোক্তি

আগুন রঙের শিমুল ৫ জুলাই ২০১৪, শনিবার, ১০:৩৮:৪৫অপরাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

শব্দের একক কোন ক্ষমতা নেই কবিতা হবার,
ইচ্ছে হলেই লিখে দিতে পারি দিস্তা দিস্তা
তা শুধুই শব্দ এবং বাক্য হবে কবিতা হবেনা।
লিখে যেতে পারি মাইলের পর মাইল, সবুজ কালো
কিংবা ধুসর, আকাশী নীল রঙের শব্দগুচ্ছ।
জেনে রাখো, তা কখনো তোমায় ছোঁয়ার সাহস পাবেনা।

যদি,
ভালোবাসার ম্যাজিক সহ একটি মাত্র বিন্দু লিখি,
কিংবা ধরো তোমায় ভেবে একটি সরলরেখাও আকি।
তবে সে কেবল বিন্দুই নয় সে এক মহাকাব্য হবে,
সরলরৈখিক সরলতাই প্রাণের টানে মন্ত্রমুগ্ধ করবে তোমায়
স্বপ্ন মিশিয়ে যাকিছুই লিখি, হোকনা যতই অর্থবিহীন
প্রাণের টানে তার পুরোটা ভেতরটা তোমার ছোঁবেই ছোঁবে।

শব্দের কোন ক্ষমতাই নেই কবিতা হবার,
যা কিছু দেখছ আকুতি কেবল পরাণ ছোঁয়ার।

৫৫৮জন ৫৫৮জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ