আসমানে ঘনায়া আহে
কুচকুইচা কালা মেঘ!
হাজার দেওয়ের গোস্বা লয়া
দরিয়া ফুঁইসা ওঠে নাওয়ের তলে!
মাঝ দরিয়ায় পরান কাঁপে মাঝির,
পাছ ফিরা চায় দুর কুলের পানে।
কলিজায় লাগে ডরের তুফান টান,
দিলে কয়, জলদি কুলে ভেড়া নাও।
তক্ষন, ঠিক তক্ষন,
মাঝির চক্ষের সামনে ভাসে
বউয়ের গতর না ঢাকা শাড়ী,
বিটির না খাওয়া শুকনা মুখ!
মাজা সিধা করে মাঝি,
সিনা টান কইরা হাল ধরে শক্ত।
জালে মাছ পড়ে নাই অহনতরি,
আইজ খালি হাত যাইবোনা ফিরত…
৭টি মন্তব্য
ব্লগার সজীব
জালে মাছ পর্বে কখন ?
বোকা মানুষ
সে তো অদৃষ্ট জানে 🙁
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন জিয়া ভাই ।
বোকা মানুষ
ভাই, ভালবাসেন দেখেই আমার লেখার দোষ-ত্রুটি ঢেকে গিয়ে যা-ই লিখি, তা ভাল লাগে! 🙂
শুন্য শুন্যালয়
অনেক সুন্দর করেই লিখেছেন এভাবেই নিজের জীবন বাজি রেখে সংসারে হাসি ফোটায় কেউ .
বোকা মানুষ
🙂
খসড়া
আমরা বল্গের নাওএ।