কলমিফুল

এজহারুল এইচ শেখ ২১ ডিসেম্বর ২০১২, শুক্রবার, ১০:১৮:২৯অপরাহ্ন অন্যান্য, কবিতা, বিবিধ, সমসাময়িক, সাহিত্য ৬ মন্তব্য

আমি দাঁড়িয়ে,ও আমার পাশে দাঁড়িয়ে!
ওর সঙ্গে আমার বেশ ফুচকার শরীরে একটা মিল আছে!
যে কেউ আমাদের ঝাল-আর লবন গোলা জলে,
রাস্তা ঘাটে বেশ কুড়-মুড় শব্দে,
সকাল বিকেল মজা করে আমাদের খেতে পারে!

ওর মস্তক আদিযুগের ঢেবা কম্পিউটার বাক্সে বন্দি,পিথাগোরাসে আমার বন্দি!
কিন্তু দুজনের জামা একটা দড়িতে শুন্যে ঝোলে – মোরাল ভেলু!

তাই দুজন মিলে একটাই গণকযন্ত্রে সেট করেছি,
আর ফুচকা নয়!আনসিভিলাইজড বাগদী মাসির শীতে মোড়া,গরম গরম ঘুগনি!
জীবন্ত সবুজ স্বপ্ন গুলোর লাশ ওতে ঘোটানো!

মাথার উপরে বাঁকা চাঁদ,নিচে ভূমি হীন!
অবোলা দুটো জাবর কাটে,ছাদ বিহীন মাথায় শীত টানে-হাঁপর টানে!
ও তখন বলে ,ওই দেখ শিশুটি আসছে,গায়ে গামছা ছেড়াঁ!
ওর স্বপ্ন গুলো কি?
পাকা ধানগাছের শুয়োঁপোকা আওয়াজ করে,কলমিফুল!

@বাড়ি
তারিখ- ২১/১২/১২
সময়- ৪ঃ১৮ বিকেল

৭২৫জন ৭২৫জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ