অনেক ঠেলাঠেলি করে মেয়েটা বাস এ উঠল
কিন্তু বাসে উঠার সময় মেয়েটার ওড়নার এক অংশ
বাসের গেটেই রয়ে গেল, অনেক কষ্টে টেনে মেয়েটা
ওড়না নিজের বুকে জড়িয়ে নিল।
মেয়েটি বাসের ঠিক মাঝখানে এসে দাঁড়াল।
আমি ঠিক ৩ সিট পেছনে ছিটে বসে ছিলাম
আমার পাশে যারা দাঁড়িয়ে ছিল, তাদের তাকানোর
ভঙ্গি দেখে আমি আবার মেয়েটির দিকে তাকালাম।
দেখলাম, মেয়েটির অন্তর্বাস এর ফিতা বের হয়ে
প্যাঁচিয়ে গেছে, মেয়েটির সাথেই দাঁড়িয়ে ছিল ২ টি মেয়ে
তারা ঐ দৃশ্য দেখে মুখে হাত দিয়ে হাসছে।
বাসের ছেলে, মেয়ে, বুড়ো, সবাই মেয়েটির ঐ দিকেই
লুকিয়ে লুকিয়ে দেখছে। যেহেতু বাসে অনেক ভিড়, তাই
হয়ত মেয়েটি বুঝতে পারছে না কারো চোখের ভাষা।
আমি সিট থেকে উঠে গেলাম এবং মেয়েটির ঠিক পাশে
দাঁড়িয়ে আস্তে করে বললাম,
“আপু আপনার কাপড় ঠিক করেন”
বলেই আমি সরে চলে আসলাম। মেয়েটি একটু লক্ষ
করেই দ্রুত ঠিক করে নিল, মেয়েটি অনেক ফর্সা ছিল।
আমি ওর মুখের দিকে দেখলাম, লজ্জায় একদম লাল
হয়ে গিয়েছেল মেয়েটি।
ঐ ২ টি মেয়ের কি উচিত ছিল না, মেয়েটিকে বলা
হায়রে নারীর ধর্ম, ছি লজ্জা লাগে মেয়েদের এসব
মানসিকতা দেখে (!!!)
৮টি মন্তব্য
রাসেল হাসান
মেয়েদের মাথায় বুদ্ধি কম। 🙂
ব্লগার রাজু
হাহাহাহা কিছু কিছু মেয়েদের মাথায় বুদ্ধি আসলেই কম 😀
প্রহেলিকা
hahahahahahaha!!!! Sundor ekti onuvuti uposthaponer jonno oshonkho dhonnobad vaiya apnake. Ekhon ami bolte gele vai asole onekdik chole asbe ty beshi kicho bolbo na emon ki oi 2ta meye shomporkeo kichu bolbo na karon amar ek borovai boleche shune chup kore thakba kichu bolba na tahole ar bipode porte hobe na.pore hoyto jobab dite parbo sunechi kintu bolini kicho tobe vai blogger raju apni beche gechen je bus er onnanno public apnar upor khepa hoyni karon ami tader kakchokkhor drishtite aghat henechen. Tobe ami apnake apnar sahoshikotar sadhubadh janai.shuvkamona roilo.
Banglate type korte parlam na khomasundor drishtite dekhben.
ব্লগার রাজু
ধন্যবাদ ভাই 😀
ছাইরাছ হেলাল
আপনার সহমর্মিতার জন্য অবশ্যই ধন্যবাদ ।
ব্লগার রাজু
আপনাকেও ধন্যবাদ 🙂 -{@
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া আপনাকে। (y)
ব্লগার রাজু
আপনাকেও ধন্যবাদ আপু 🙂