হৃদয়ের অনুভূতি থেকে

বেলাল হোসাইন রনি ২৩ মার্চ ২০১৪, রবিবার, ০৩:০৮:৫২অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

একটা সময় ছিল তুমি ছিলে
আমার ছোট্ট ঘরটিতে।
আজ তুমি নেই, কিন্ত ঘরটি আজো আছে।
সাজিয়ে রেখেছি তোমার মত করে এখনো।
সে ঘরটি তুমি আমায় প্রিয়ার মত করে জড়িয়ে ধরে ছিলে
আর বলে ছিলে আমায় ছেড়ে যাবে না কখনোই।
বাড়ীর আঙ্গিনায় তোমার লাগানো সেই বকুল গাছটা
আজ অনেক বড় হয়েগেছে!
ফুল ধরতে শুরু করেছে।
কিন্তু
তুমি বলে ছিলে….
বকুল ফুলের মালা গেথে যেন তোমার খোপায় বেধে দেই।
হয়তো আজ তুমি নেই কিন্তু বকুল ফুল মালা গেথে
তোমার পথ চেয়ে থাকি।
তুমি কখন আসবে।

৬১১জন ৬১১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ