আপুরা…
আপনি অবশ্যই এমন একটা ছেলেকে বিয়ে করতে চান,
যে ছেলেটির জীবনে আপনিই প্রথম।
যে আপনার দেহ, রুপ, বাবার সম্পত্তি কে নয়,
সুধুই আপনার মনকে ভালোবাসবে,
অন্য মেয়ের দিকে তাকানোর আগে ভাববে,
আমার রাজকুমারীই পৃথিবীর সব থেকে সুন্দরী।
ভাইয়েরা…
আপনি অবশ্যই এমন একটা মেয়েকে বিয়ে করতে চান,
যে মেয়েটির জীবনে আপনিই প্রথম।
যার প্রথম ভালোলাগা, স্বপ্ন দেখা, চিন্তা ভাবনা
সবকিছুই হবে আপনাকে ঘিরে।
যার সমস্তটা জুড়ে থাকবেন সুধুই আপনি।
যে মেয়ে আপনার টাকা কে নয়, আপনাকে ভালোবাসবে।
আল্লাহ্র কাছে সবসময় বলবেনঃ
” হে আল্লাহ্, আমার জন্য যাকে রেখেছ, তাকে সকল জিনা
ও খারাবীর হাত থেকে হেফাজত কর, সাথে আমাকেউ কর”
মনে রাখবেন; আপনি যেমন, আপনার জন্য বরাদ্দ জীবনসঙ্গী ঠিক তেমনই হবে।
আল্লাহ্ অনেক বড় ন্যায়বিচারক, তিনি ভালোর সাথে খারাপ কে মিশ্রিত করেন না, পাপের সাথে পুণ্যকে মিশ্রিত করেন না। পাপ আর পুণ্য কখনো একসাথে থাকতে পারে না, আপনি খারাপ, আপনার জীবনসঙ্গী ও খারাপই হবে।
এখনও সময় আছেঃ
নামায পড়েন, আল্লাহ্র কাছে ক্ষমা চান, আল্লাহ্ ক্ষমা করে দিবেন।
(আল্লাহ বলেছেন তোমাদের পাপ পাহাড় সমান হলেও আমি তোমাদের ক্ষমা করব)
১৪টি মন্তব্য
মিসু
চাওয়া এবং পাওয়া – হতাশাই বাড়ায় শুধু 🙁
ব্লগার রাজু
একদম ঠিক বলেছেন ভাই 🙁
ছাইরাছ হেলাল
এটি ঠিক বলেছেন ,
আল্লাহ্ ক্ষমাশীল । তা বুঝতে পারি ।
ব্লগার রাজু
ধন্যবাদ 🙂 -{@
নীহারিকা
সঠিক পথে চলাটাই হচ্ছে আসল কথা। আর আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা রাখলে জীবনটা হয় অন্যরকম। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল এবং সুবিবেচক।
ব্লগার রাজু
একদম ঠিক বলেছেন ভাই -{@ (y)
আবিদ রোজীনা
ভালো লিখেছেন ।
ব্লগার রাজু
আপনাকে অনেক ধন্যবাদ আবিদ রোজীনা 🙂
হতভাগ্য কবি
আমিন
ব্লগার রাজু
আমিন
জিসান শা ইকরাম
আমীন——- -{@
ব্লগার রাজু
আমীন 🙂 -{@
মা মাটি দেশ
এখন সলিটের বড়ই আকাল ভাই -{@ (y)
লীলাবতী
চাই কিন্তু পাইনা 🙁