ক……কাঁটা তারের ওপার থেকে
ও বাড়ির আমিনা,😊
হেকে বলে কইরে জয়া…
রান্না-বাটি খেলবি না?
খ…..খালি পেটে কেঠো হাসি,
। জয়া বলে,.. না রে সই,
বাবা গেছে খুজতে কাজ,
খাব,ঘরে খাবার কই?
গ……গলাটাকে খাটো করে..
আমিনা তাকে ডাকে ধীরে,
এই মুড়ি বাতাসা খেয়ে…
ক্ষিধেটাকে রাখ মেরে।
ঘ……ঘরে ঘরে একই হাল,
করোনার মারে সই,
রিলিফের চাল ডালে….
জীবনটা চলে কই?
ঙ……সঙ সেজে কতো আসে…
সেবা করে ফোটো নিতে,
রোগী মা মোর বিছানায়
কে আসে উঁকি দিতে!!
চ……চারদিকে শুধু শুনি
এই রোগ…ছুঁলে হয়,
কাটা তারের বেড়াটাও
কেমনে সই পার হয়??
ছ……ছাড় সই,,,জয়া বলে..
হাত ধোঁস সাবানে,
সব থাক সরে সরে,
আমরা সরব কেনে??
জ…..জানিস তো স্কুল ছুটি,
ওন লাইনে হয় পড়া,
দুবেলার ভাত নাই…
ওই ফোন দেবে কারা??
ঝ…..ঝড়ে ভেঙে গেল ঘর,
মেটে দেয়াল চৌচির,
বই সব গেলো ভিজে
নেই পাট পড়াপড়ির।
ঞ…..মিঁঞা বেড়াল এরই মাঝে
কাঁটা তার পেরিয়ে,
এপারেতে চলে এল…
সব বাধা এড়িয়ে।
চ……চেয়ে….জয়া,আমিনা.
দুই সই উঠে হেসে,
কারো তরে নেই দেয়াল,
বাধা শুধু মানুষে।।
২৫টি মন্তব্য
নিতাই বাবু
সোনেলা পরিবারের আপনাকে সুস্বাগত! ব্যঞ্জনবর্ণ নিয়ে দারুণভাবে দুই সইয়ের কথোপকথন ও আলাপন সম্পন্ন করলেন। তো, ছদ্মনামটা চেঞ্জ করে মা-বাবার রাখা সুন্দর নামটা দেওয়া যায় কি?
শুভকামনা থাকলো শ্রদ্ধেয়।
ছন্দা দাম
অনেক ধন্যবাদ জানাই আপনাকে।ব্লগিং এ একটু অসুবিধা হয়েছিল ।এখন ঠিক হয়ে গেছে।
নিতাই বাবু
প্রত্যুত্তরের জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ। তো আমি মনে করেছিলাম, “ছন্দা দাম” আপনার ছদ্মনাম। আসলে কিন্তু আমার চিন্তাভাবনাটা সঠিক হয়নি। ভুল না বুঝে সুন্দর দৃষ্টিতে নিবেন।
খাদিজাতুল কুবরা
দিদি সম্পাদনায় গিয়ে ঠিক করে নিন।
নিয়মগুলো ইনবক্সে লিখে দিয়েছি।
কবিতাটি খুব সুন্দর লিখেছেন। কোনো ধর্মই অমানবিকতাকে অনুমোদন করেনা।
ছন্দা দাম
ধন্যবাদ তোমাকে বোন।প্রাসঙ্গিক বিষয়টা ই তুলে ধরার চেষ্টা করেছি।
ফয়জুল মহী
চটুল ভাষায় হৃদয়ঙ্গম লেখা । ♥️♥️
ছন্দা দাম
অনেক ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
সোনেলার উঠানে স্বাগতম
মনে হয় ছন্দ নাম
আসল নামে কিষের ভয়।
মা বাবার দেয়া নামে
হোক না পরিচয়।
বর্ণমালার পরিচয়ে লেখাটা অসাধারন লাগলো।
লিখতে থাকুন কথোকপতন হোক না।
লিখার মাঝে থাকেন ভাল এই হোক কামনা।
ছন্দা দাম
অশেষ উৎসাহিত বোধ করছি।প্রথম লেখায় সারা পেলে লেখার উৎসাহ বেড়ে যায়।অসংখ্য ধন্যবাদ জানাই
খাদিজাতুল কুবরা
দাদা ছন্দা দাম উনার নাম ছদ্মনাম নয়।
দিদি আমার পূর্ব পরিচিত।
আমি উনাকে একটি চিঠি কাব্য লিখেছিলাম সেটি পোস্ট ও করেছি।
আপনার হয়তো নজরে পড়েনি।
ভালো থাকুন দাদা শুভকামনা রইল।
সুপায়ন বড়ুয়া
ও তাই নাকি
আপনার চিঠি কাব্যটি মিস করলাম।
ধন্যবাদ শুভ কামনা।
তৌহিদ
সোনেলায় স্বাগতম আপনাকে দিদিভাই। ক এবং চ বর্গীয় অক্ষর দিয়ে লেখা কবিতাটি পড়ে আপনার সাহিত্য দক্ষতার প্রমাণ পেলাম। নিয়মিত লিখুন। অন্যদের লেখা পড়ে মন্তব্য করুন
শুভকামনা সবসময়।
ছন্দা দাম
অনেক ধন্যবাদ ভাই।উৎসাহিত হলাম ।নিশ্চয়ই লেখবো এবং অন্য লেখকদের লেখার মন্তব্য দেবার চেষ্টা করব।
সুপর্ণা ফাল্গুনী
প্রথমেই স্বাগত ও শুভেচ্ছা সোনেলার উঠোনে। ব্যঞ্জন বর্ণ দিয়ে খুব সুন্দর একটা কবিতা পড়লাম দিদি। খুব ভালো লেগেছে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন
ছন্দা দাম
আপনাদের উৎসাহপ্রদ মন্তব্যে আশাতীত অনন্দিত হয়েছি।অনেক ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
রিলিফের চাল-ডালে জীবন চলে না। আবদ্ধ জীবনে যাপিতজীবনের ছন্দ খুঁজে পাওয়া কঠিন।
সোনেলা পরিবারে আপনাকে স্বাগতম দিদি।
আরও লিখুন, ভালো থাকুন সারাক্ষণ।
শুভ কামনা 🌹🌹
ছন্দা দাম
তোমায় অনেক ধন্যবাদ বোন সহযোগিতার জন্য।
আমার ভালোবাসা নিও।
সাবিনা ইয়াসমিন
নিয়মিত লিখুন দিদি। আপনাকে আমাদের মাঝে পেলে আমাদেরও খুব ভালো লাগবে। শুভেচ্ছা আরো অনেক অনেক 🌹🌹
আলমগীর সরকার লিটন
বাহ সুন্দর এক নতুনত্বর সৃষ্টি ভাল লাগল কবি দিদি
অনেক অনেক ঈদ মোবারক জানাই
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন—–
ছন্দা দাম
অনেক ধন্যবাদ ভাই।ঈদ মোবারক।।
সঞ্জয় মালাকার
আবদ্ধ জীবনে, যাপিত জীবনরে শব্দ খুঁজে পাওয়া খুবি কঠিন?
কবিতা পড়ে মুগ্ধহলাম।
ধন্যবাদ আপনাকে দিদি, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
ছন্দা দাম
অনেক ধন্যবাদ ভাই।
আপনাকে ও শুভেচ্ছা।।
মোঃ মজিবর রহমান
বাসতবতায় নিহিত কাব্যকষ্টে কবিতাখানি।
কাটা তার নয় তফাত মানুষেই, বাস্তবিকিই তাই।
সওয়াগিতম আপনার সুন্দির একটি কবিতার দিয়ে সোনেলায় আপনাকে।
ভাল থাকুন আরো লিখুন।
ছন্দা দাম
অনেক অনেক ধন্যবাদ ভাই ।অশেষ উৎসাহিত বোধ করছি।।
আরজু মুক্তা
নতুনত্ব। ভালো লাগলো