★★পলাতক চাঁদ★★

মামুন ১৮ জুন ২০১৬, শনিবার, ০১:০১:১১পূর্বাহ্ন গল্প ১২ মন্তব্য

বাইরে বৃষ্টি।
বেশ আগেই সন্ধ্যা নেমেছে, বৃষ্টিস্নাত ঝাপসা কাচের ওপারের দ্রুত সরে যাওয়া দোকানগুলির আলো, বাসের জানালার পাশে বসে থাকা কণার কাছে, ছবির মত মনে হয়।
আজকাল কত কিছু-ই তো মনে হয়!

জানালা দিয়ে দমকা বাতাসের এক আউলা ঘূর্ণি, বুকে করে সুগন্ধি বয়ে নিয়ে আসে। এক পলকে বিবশ মন ধীরে ধীরে আরো প্রগলভ হয়ে উঠে।
সুগন্ধি তেল মানুষটির খুব পছন্দ ছিল!
কেয়োকার্পিণ! কাধ অবধি নেমে যাওয়া ব্যাক ব্রাশ করা চুল ছুঁয়ে ছুয়ে, আশপাশ টা সুঘ্রাণে মুখর করে প্রিয় মানুষটি ওর হাত ধরে যখন হেটে যেত, জীবনটাকে কেন জানি সম্পুর্ণ মনে হত কণার কাছে!

বাস ভর্তি পুরুষদের দিকে তাকিয়ে, ঘ্রাণের উতসমূল খুঁজে ফেরে এক বিষন্ন নারী। বিভিন্ন অবয়বের এক একজন পুরুষ। কিন্তু ইদানিং এরা কেবলি পুরুষ, কেন জানি এরা মানুষ হতে চায় না এক ‘সিংগেল মাদারের’ সামনে।

প্রিয় মানুষ যখন স্বেচ্ছায় পলাতক চাঁদ, পুরুষেরা তখন মানুষ হয়ে উঠবে কেন?

৫৬৬জন ৫৬৬জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ