হেঁটে যায় ম্যাথিউস, হেঁটে যায় মুজিব

সাতকাহন ১৫ আগস্ট ২০১৫, শনিবার, ০৩:৪১:৩৪পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

সূর্যের মরা আলোয় মধুমতির তীরে হেঁটে চলে
কবন্ধ সাধক।

টুঙ্গিপাড়ার আকাশ তখনও হিমের আবিরে মাখা
তবুও উষ্ণতার লিরিকে ভরে যায় কৃষকের বুক।

হেঁটে চলে বাঙলার চরাচরজুড়ে, এক অখণ্ড আলোর আহবানে
উদ্ভাসিত হয় বোধ আর সাম্যের বাংলাদেশ।

গেরুয়া কৌপিন ছিঁড়ে তৈরি হয় মুক্তির পতাকা
অলক্ত আলপনায় আঁকা স্বাধীনতার অনুষঙ্গ
বুক ভরে নিঃশ্বাস আর মুক্তি, যেন সাধুর খোল-করতাল।

কোরাস কণ্ঠে ধ্বনিত হয় স্বাধীনতা ছিনিয়ে আনার গীতল চরণ।

পিছনে ফেলে আসে শোষকের উলঙ্গ নখর
যারা চিন্তার পাশবিক শিৎকারে খোঁজে শাসনের অশুভ বিকাশ
কালো চাঁদরে ঢেকে দিতে চায় আবাদের ফসল
এক অনড় আঁধারে ভরিয়ে দেয় নির্বাণ ভাগাড়।

একজন ম্যাথিউস যেন হেঁটে যায়
দৃঢ় ঋজু পদভারে, নিরবচ্ছিন্ন অনাবিল জ্যোতিতে
উজ্জ্বল মুখমণ্ডল এক।

হেঁটে যায় ম্যাথিউস, হেঁটে যায় মুজিব।

 

 

 

১৫ আগস্ট ২০১০
নর্থ সার্কুলার রোড
ধানমন্ডি, ঢাকা।

৬৭০জন ৬৭০জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ