
একটা নদী বুকের ভিতর ছিল,
রুপালী মাছের ঝাঁকে উচ্ছ্বসিত প্রেম ছিল,
স্রোতিস্বিনী রমণীর গন্ধ মেখে হয়েছিল তীব্র মাতাল,
আমি চাঁদের আলোয় ছায়ার মানুষ ছিলাম,
এবং মানুষেরা প্রকৃতই জানেনা সাঁতার,
তবুও শৃগালের মতো জেনেছি প্রেমে নেই পাপ,
সাঁতার না জেনেও দিতে পারি গহীন নদীতে ঝাঁপ,
বদ্ধ ঘরের মতো চারিপাশে জ্বলজ্যন্ত অন্ধকার,
এখন মাছেরা নেই! এখন ঘুমেরা নেই!
জীবনের আরেক নাম-
স্থির জলে আনমনে দুজনের ডুব সাঁতার!
বলেছিলে মরে যেতে নেই কোন ভয়,
চুপিচুপি আজো শুভ্র কাশফুল শরতের চরে,
সেই কথা কয়!
হৃদয়ের স্টেশনে জাগ্রত পাহারায় কাঁটাতার,
সুতীক্ষ চোখে আটকিয়ে রাখে দেবীদের পারাপার,
বিসর্জনের বিকালের হাহাকার আজো বাজে,
দৈনন্দিন রুটিনের মাঝে!
বলেছিলে বিকালের কাছাকাছি আবছা আলোয়,
দুজনের মরে যেতে হয়,
বাসন্তী বিকালে সন্ধ্যার আলো ঠিক তাই চায়!
আমিতো ম্রিয়মাণ আলো, তুমি ঘরে ফেরা রাজহাঁস,
দেখা হবে দিনশেষে তবু একবার,
বহুবার মরে যেতে পারি যদি হও তুমিই আকাশ!
একটি ঘুড়ির মতো মেঘ,
হৃদয়ের খোলা মাঠে প্রতিদিন খায় ঘুরপাক,
আমার ছায়াতে আমি প্রায়ই তোমার ছায়াতে মিশি,
অকালবর্ষণে নারী অলক্ষ্যে অস্তিত্ব পেলে,
ঘাসের ডগারা খুঁজে জল!
এখানে বৃষ্টি নেই! রামধনু আছে দৈবিক উজ্জ্বল,
ঘুড়ির মতো অকস্মাৎ উড়ে গেলে তুমি,
ফণিমনসার সাথে বাঁচে তবু অর্ধমৃত স্মৃতি,
থাক! হৃদয়ের উঠোনটা আপাতত বন্ধ হয়ে যাক!
ওইখানে কুঠুরিতে বসে আছে
লক্ষীর পবিত্র প্যাঁচা! পৃথিবীতে চলে প্রচন্ড আকাল,
কিভাবে প্রবন্ধে লিখি,
প্রেমের প্রলয় এলে, আমাদের অদেখা হৃদয়,
হতে পারে ক্ষুধার্ত ঈগলের মতো প্রচন্ড নাকাল,
হৃদয়ের প্রবেশ পথ আপাতত নিষিদ্ধ থাক!
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
ক্ষুধার্ত ঈগলের মতো প্রচন্ড নাকাল,
হৃদয়ের প্রবেশ পথ আপাতত নিষিদ্ধ থাক!——-চমৎকার কবি দা
মোঃ মজিবর রহমান
হৃদয় পুরে শান্তি বসত করুক। কামনা করি।
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর তোমার কবিতা পেলাম। প্রেমের প্রলয়ে ভেসে যাক চারিপাশ তবুও প্রেমের আকুতি চিরবহমান। ভালো থেকো। অবিরত শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
প্রেমের এমন আকুল আকুতি যে চাই- ই চাই। না হলে নষ্ট সকাল, নষ্ট বিকেল। শুভ কামনা অবিরাম।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রেমময় প্রকাশ — “বলেছিলে মরে যেতে নেই কোন ভয়,
চুপিচুপি আজো শুভ্র কাশফুল শরতের চরে,
সেই কথা কয়”!
প্রদীপ চক্রবর্তী
আহা!
কি সুন্দর ভাবনা।
প্রিয়জন, প্রকৃতি, প্রেম, শরৎ সবকিছু মিলে যেন এক অনন্য।
..
প্রেমের প্রলয় এলে, আমাদের অদেখা হৃদয়,
হতে পারে ক্ষুধার্ত ঈগলের মতো প্রচন্ড নাকাল,
হৃদয়ের প্রবেশ পথ আপাতত নিষিদ্ধ থাক!
প্রলয় এলে এমনি হয়!
হালিমা আক্তার
কেটে যাওয়া ঘুড়ি যদি আসে কভু ফিরে হৃদয়ে প্রবেশ পথ পারবে কি বন্ধ রাখতে। চমৎকার প্রেমের কবিতা। শুভ কামনা রইলো।
উর্বশী
হৃদয়ের প্রবেশ পথ আপাতত নিষিদ্ধ থাক।
প্রকৃতির সবকিছু ঢেলে সাজিয়েছেন। প্রকৃতির সাথে এমন আকুতিভরা প্রেম,তাতে কি প্রবেশ পথ নিষিদ্ধ থাকবে? তবুও হৃদয়পুরে শান্তির ছোঁয়া আসুক।দারুন প্রেমের কবিতা।
অফুরান শুভ কামনা সব সময়।