
আমি কৃষ্ণচূড়াতে হাসি
আর শিমুলেতে কান্দি-
রাঙা পথে দৃষ্টি ফিরে
শীত বর্ষা বসন্তে আশি;
রাজপথের মোড় ফাঁকা
মিছিলে মিছিলেে আতর্নাদ
আর মন ভেজা ঝলকানি
কার হাতে গোলাপের পাপড়ি
প্রশ্নের উত্তর বড় চমৎকার
ওরা আবার সোনা ফ্রেমে ছবি
হতে চায়- রাস্তার মোড়ে মোড়ে
শিউলি হাসনাহেনা পলাশ
ওদের মধ্যস্থ দেখে দেখে
তবু কেনো হয় রক্তাক্ত ফুল
অতঃপর কেনো আমি হাসি কান্দি
শুধু রাজপথ দৃষ্টি ফিরা ফন্দি।
২৭ভাদ্র ১৪২৮, ১১সেপ্টেম্বর ২১
৭টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দারুণ প্রকাশ — আমি কৃষ্ণচূড়াতে হাসি
আর শিমুলেতে কাঁন্দি-
রাঙা পথে দৃষ্টি ফিরে
শীত বর্ষা বসন্তে আশি;
আলমগীর সরকার লিটন
জি কবি আলম দা
অশেষ ধন্যবাদ জানাই
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভাইয়া আপনার প্রতি শুভ কামনা রইলো।
সৌবর্ণ বাঁধন
বাহ। বেশ লিখেছেন।
আলমগীর সরকার লিটন
অশেষ ধন্যবাদ জানাই কবি বাঁধন দা
মোঃ মজিবর রহমান
দারুন অনুভুতির প্রকাশ বাউল কবি।
হালিমা আক্তার
চমৎকার লিখেছেন।