হারিয়ে যেতে চাই
হারিয়ে যেতে চাই
এই পৃথিবী থেকে সুদূর নীহারিকায়।
কোনো পাহাড়িয়া বাঁশির সুর,
কিংবা কলস্বরা নদীর আবাহন
ফেরাতে পারবে না আমায়।
প্রেমিকার মদির দৃষ্টি কিংবা
তাঁর বাহুপাশ টানবে না আর।
অপার বৈরাগ্য দিও মহাকাল
আরো দূরে ,অপার আলোকবর্ষ দূরে
নিভে যেতে চাই অনন্ত শূন্যপথে।
নীল এই পৃথিবী
নিয়ত স্বার্থের দোলায় যুঝ্যমান।
এখানে পোষাবে না আমার।
এই চরাচর প্রপঞ্চময়
আমি নেই এখানে
কিংবা আমার মধ্যে সেও
আমি নিরাকার
আমি নেই
আমি নেই
অপ্রকট আমি
হারিয়ে যেতে চাই
এই পৃথিবী থেকে সুদূর নীহারিকায়।
৫৪১জন
৪৭৬জন
৬টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভবী উচ্চারণ।
বেশ হৃদয়ছোঁয়া সুধার ধারা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
নবকুমার দাস
ধন্যবাদ দাদাভাই। খুব খুব ভালো থাকবেন।
হালিমা আক্তার
হারিয়ে যেতে চাইলে যায় না হারিয়ে যাওয়া। অদৃশ্য মোহ মায়ায় সূতোয় বাঁধা।
নবকুমার দাস
ঠিক কথা দিদিভাই। ভালো থাকবেন। 🙏
রোকসানা খন্দকার রুকু
আমরা মাঝে মধ্যেই সবাই এমন করে হারিয়ে যেতে চাই। আসলে তা হয়ে ওঠে না। তবে যেতে পারলে ভালো হতো।।।।
নবকুমার দাস
একদম তাই দিদিভাই। ভালো থাকবেন।