দেরাজের কোনে কিছু মায়া পরেছিলো নাকি , কালো শার্টের সাথে জড়িয়ে
অথবা কিছু স্মৃতির ঘ্রাণ , সময়ের আচরে হলদেটে কিনারে –
কিছু অদ্ভুত জোনাক খেলা করছিলো কি বিপন্ন আধারে,
ছিলো নাকি কিছু চোরাটান অদৃশ্য মায়া ; অথবা কেবলি বিভ্রম?
আমারে কি পরেছিলো মনে, কোন উতল শ্রাবনে –
নাকি আমিও হারায়েছি, যেমন হারায় সব সময়ের আড়ালে
চিনবে কি পুরনো এই আমায় ভুল করে সন্মুখে দাড়ালে?
দেরাজের কোনে কিছু মায়া থেকেই যায় ; অবশিষ্ঠ।
অনেক দিন পর আসলাম – জমজমাট সোনেলা দেখে ভাল্লাগছে।
১৯টি মন্তব্য
ইকবাল কবীর
খুব সুন্দর লিখা। ভাল লাগল অনেক।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ
ব্লগার সজীব
ভাইয়া আপনাকে চিনবো না আবার? যতদিন মাস বছর পরে আসুন না কেন চিনে ফেলবো আপনাকে।’ দেরাজের কোনে কিছু মায়া থেকেই যায় ; অবশিষ্ঠ। ‘
আপনাকে দেখেও ভাল্লাগছে। আসুন মাঝে মাঝে অথবা চিরস্থায়ী ভাবে। ২০১৪ সনের সোনেলা মুখরিত করে রেখেছিলেন আপনি এবং আপনারা কজন। মিস করি সেই সময়কে।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ সজীব, চেষ্টা করব নিয়মিত হতে …. জীবন মেলা পেরা দেয় ব্রাদার
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অনেক মিছ করেছি আপনাকে তবে ভয় নেই আমরা আপনাকে ভুলি নাই -{@
আগুন রঙের শিমুল
থেঙ্কিউ ভাই (3
জিসান শা ইকরাম
বিভ্রম নয় মোটেই,
মায়া, অদৃশ্য মায়া, যার টানে ছুটে যাই, যেতে হয়।
দেখে ভাল্লাগছে খুব।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ দাদা (3
হ, মায়াই সব
নীলাঞ্জনা নীলা
আপনাকে কি ভুলে যাওয়া যায়? 🙂
আগুন রঙের শিমুল
ধন্যবাদ নীলাঞ্জনা নীলা 🙂
ভুলে জাননি জেনে ভালো লাগলো
লীলাবতী
হ্যালু হ্যালু ভাইয়া, আমরা বেঁচে আছি। সহি সালামতে আছি। আপনি কেমন আছেন, কেমন ছিলেন? দেশে এসে একা একা কত কিছু করলেন, আমরা দাওয়াত পেলাম না। কিছু মনে করিনি, ভবিষ্যতে তো দাওয়াত পাবোই 🙂
মায়া আছে, থাকবে, মিস করি আপনাকে ভাইয়া। নিয়মিত হওয়া যায় না ভাইয়া?
আগুন রঙের শিমুল
হেলু ভত্তাবতী 😀
আমি ভালো আছি 🙂 হ্যা সেকেন্ড ইনিংস শুরু হইল … দোয়া রাখবেন
লীলাবতী
কতদিন পরে এই নামে কেউ ডাকলো :c দোয়া তো করিই ভাইয়া 🙂
মৌনতা রিতু
হ্যাঁ, আমরা অপেক্ষায় থাকি, সবার লেখা পড়ার, সবার খোঁজ খবর রাখার।
আমার মত যারা নতুন, তাদেরকে আপনার এত ভালো লেখা পড়ার সুযোগ দেয়া উচিৎ।
ভালোথাকুন। হাজিরা পোষ্ট দিয়ে চলুন।
আগুন রঙের শিমুল
আপনার মন্তব্য পড়ে ভালো লাগল 🙂 আপনার নামেই (রীতু) আমার অসম্ভব প্রিয় একজন ব্লগার আছেন অন্য একটা ব্লগে 🙂
অনিকেত নন্দিনী
“দেরাজের কোণে কিছু মায়া থেকেই যায় ; অবশিষ্ট।” (y)
এই মায়ার টানই তো জীবনের চাকা ঘুরিয়ে চলে, আমাদের ঘুরিয়ে ফিরিয়ে আয়নার সামনে নিয়ে দাঁড় করিয়ে দেয়।
শুভ ফিরে আসা।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ
খসড়া
কবিতাকে ছুটি দিছি শিমুল।
আগুন রঙের শিমুল
🙁