হলুদ প্রচ্ছদ।

মনিরুজ্জামান অনিক ৬ মে ২০২২, শুক্রবার, ১০:০৯:১৩অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

তুমি হলে একটা কবিতার বই।

যার প্রচ্ছদ গাঁদা ফুলের মতো হলুদ।

তোমার সূচীপত্র 

পড়তে পড়তেই আমার কেটেছিলো গত জন্ম।

তারপর… 

দীর্ঘ বিরতি,

রিফিউজি মন। 

ঘূর্ণি বায়ুতে সাঁতরে পাড়ি দিলাম একটা জীবন, 

গ্রহের গতিপথ বদলালো,

আমরাও বদলালাম।

কিন্তু,

গত জন্মের হলুদ ফুলের প্রচ্ছদে প্রস্ফুটিত

কবিতার বইটি এখনো মনে জেগে আছে।

এ জন্মে কবিতাগুলো পড়তে চাই,

তোমাকে পড়তে চাই।

৭২২জন ৬৩৪জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ