
(০১)
শব্দের গোলটেবিল
…
হঠাৎ বাংলার তিন শব্দ এক জরুরি গোলটেবিলে;
খতিয়ে দেখা বললো-
সুশীল গলায় আমার না এখন বিষণ কদর
কথায়,ব্যথায় দিচ্ছে জামাই বাড়ির আদর
তদন্ত ব্যঙ্গ করে বললো-
পড়েছি তো জামাই আদুরীতন্ত্র
চাচা আপন প্রাণ বাঁচা- নীতির নাই অন্ত
স্ব-দোষে হৃষ্টপুষ্ট
ইঁদুরের গর্তে সাপ রেখে- তবুও চালায় যন্ত্র
বহিঃস্কার রেগে গিয়ে বললো-
থামাও তো গলা হেঁচকির মন্ত্র
দুধে আলতা রূপে তোমরা- আহা! কি পরিষ্কার
না থাকিলে তিন সদস্য
ওরাও মাঠেই মারা খেত- ভাবছো কি একবার?
(০২)
বলছি কাঁচের বয়াম
…
বাষ্পীয় ভাবনা আর বাস্তবতাকে মিলিয়ে
আমাকে যারা আলাদীনের সব প্রশ্ন করো
তোমরাই মানুষের সচিত্রে রসহীন মানুষ জানো।
ভালো লাগা আর অনিয়মের দেয়াল তুলে
আমাকে যারা শুনাও ভবিষ্যতের হুঁশিয়ারি
তোমরাই জাতের পাল্লায় অযোগ্য মানুষ খোঁজো ।
চুক্তিতে আর কর্কশ বুদ্ধিতে শর্ত ঝুলিয়ে
আমাকে যারা ভালোবাসো বলে উঠে আসো
তোমরাই মিনিট কার্ডে প্রেম ঘষে প্রেমিক ভুলো।
সুদিন আর দুর্দিন বলছি কাঁচের বয়ামে;
না জেনেই যারা আমাকে অস্পর্শ জখম করো
তোমরাই হাতে ধরা যোগ বিয়োগে প্রেমিক চুষো।
(০৩)
অনুবাদ বন্ধ থাকুক
…
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন?’
পড়শি কবি গুণের এই কবিতার মতো কেউ
না বললেও, এখন জিজ্ঞেস করে আমাকে
চেনা অচেনা মানুষটি
রাস্তায় স্কুল পড়ুয়া পরিপাটি শিশুটি
প্রেমিকের শাসন পালানো অবুঝ প্রেমিকাটি
-আপনার চোখে হঠাৎ করে ব্যান্ডেজ কেন?
সবাইকে না বললেও মনে মনে বলে দেই
চোখে চোখ গেঁথে চোখের অনুবাদ বন্ধ থাকুক।
নেত্রকোনা, ময়মনসিংহ।
১৭টি মন্তব্য
ইঞ্জা
চমৎকার কবিতার সমষ্টিতে মুগ্ধতা সবসময় থাকে।
নাজমুল হুদা
জয় হোক কবিতার
ধন্যবাদ ভাইয়া
ইঞ্জা
শুভেচ্ছা
প্রদীপ চক্রবর্তী
দাদা, কবিতা আমার বিষণ প্রিয়।
কবিতায় অনেক মর্মকথা ফুটিয়ে তুলেছেন।
যা একজন কবির দ্বারা সম্ভব।
প্রথমে বুঝতে একটু অসুবিধা হলেও কয়েকবার পড়ে বুঝতে সক্ষম।
শুভকামনা দাদা।
নাজমুল হুদা
কবিতা আসলেই গভীর হয় দাদা। হয়ত আমি তেমন গভীরে গিয়ে লিখতে পারি নাই। আর এজন্যই কবিতা বুঝতে শব্দের ভিতরে ডুবতে হয়।
অসংখ্য ধন্যবাদ দাদা
নিতাই বাবু
“তদন্ত ব্যঙ্গ করে বললো-
পড়েছি তো জামাই আদুরীতন্ত্র
চাচা আপন প্রাণ বাঁচা- নীতির নাই অন্ত
স্ব-দোষে হৃষ্টপুষ্ট
ইঁদুরের গর্তে সাপ রেখে- তবুও চালায় যন্ত্র’
চমৎকার হয়েছে শ্রদ্ধেয় দাদা। আপনি যা লিখেছেন, আমাদের দেশের অবস্থা কিন্তু তা-ই হচ্ছে। না পারে সামলাতে, না পারে মরতে। তবুও সকলের চেষ্টা তাঁদের ধরতে।
নাজমুল হুদা
কাব্যে কাব্যে প্রতিবাদ চলুক ।
অফুরন্ত ধন্যবাদ শ্রদ্ধেয় দাদাভাই 😍
আরজু মুক্তা
সমসাময়িক ঘটনার সাথে নিজেরটাও মিলিয়ে নিলেন। এখন শব্দরা বালিশ মুখে দিয়ে ঘুমায়।
নাজমুল হুদা
কবিতা বলতেই নিজের অনুভূতি, দেশের অনুভূতি, দশের অনুভূতি মিলিয়ে নিতে হয়।
অসংখ্য ধন্যবাদ আপু!
সাবিনা ইয়াসমিন
ত্রয়ী কবিতা ভালো লেগেছে।
অনুবাদ কবিতায় নিজ আকাঙ্ক্ষা ফুঁটে উঠেছে প্রবল ভাবেই। এভাবেই ইচ্ছে জানাতে হয়, এভাবেই প্রকাশ করতে হয় 🙂
শুভ কামনা নাজমুল 🌹🌹
নাজমুল হুদা
কবিতা মানেই সকল অনুভূতির জানান দেওয়া এবং আঘাত করার জন্য নিরাপদ হাতিয়ার।
অনেক অনেক ধন্যবাদ বড় আপু 😍
জিসান শা ইকরাম
শব্দের গোল টেবিল ভালোই লেগেছে,
যে কোন অঘটন ঘটলেই তদন্ত কমিটি করে ঘটনা ধামাচাপা দেয়া হয়।
শুভ কামনা।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 😍
এসব শুধু এখন মুখের বুলি শান্তনা পাওয়ার জন্য।
জিসান শা ইকরাম
শান্তনা নেয়া ছাড়া আমাদের আর কি করার আছে?
মনির হোসেন মমি
জয় হোক কবিতার। কবিতা হোক ঘূণে ধরা সমাজ পরিবর্তনের হাতিয়ার।
মোঃ মজিবর রহমান
তন্ত্র দেশ স্বাধীনের যন্ত্র
হোক না হোক দিই হাক মন্ত্র
সুহোক দলবাজি
না দুর্যোগ এক্ষনি গলাবাজি।
সুনাই কাজে বাস্তব দলবাজি।
সমসাময়িক কবিতায় সুন্দর প্রকাশ। এখন বুঝতে পড়তে হবে খুব জোরে।
প্রিয়োতে নিলাম
তৌহিদ
তিনটি কবিতাই দারুণ হয়েছে। ব্যাঙ্গাত্মক হলেও কথাগুলি সত্যি। আদতে দেশের হাল শক্তভাবে না ধরলে সর্বনাশ আসতে আর বেশি দেরি নেই। সবার শুভবোধদয় হোক এটাই কাম্য।
এখন কেমন আছ ভাই?