মানুষ ছুটছে স্বার্থে পিছু
এই না ধরার বুকে,
পাপের টাকায় সবি করে
থাকতে চাই যে সুখে।
পাপের ফলে নষ্ট ধরা
লোভী হলে পাপী,
স্বার্থের পিছু হাটে তারা
চায় না’তো ভাই মাফি।
আপন স্বার্থের জন্য মানুষ
খুন সংঘাতে মাতে,
মৃত্যু হলে যেতে হবে
শুধুই খালি হাতে।
কিসের জন্য স্বার্থের পিছু
পাগল হয়ে ঘোরো,
ভালো মন্দের ভালো জ্ঞানে
ভালো পথটি ধরো।
আপন কথা আপন স্বার্থ
সতত ভাবো তুমি,
তোমার চাওয়া পুরো ধরার
যতো আছে ভুমি।
রচনাকালঃ
১৪/০৭/২০২১
৪+৪/৪+২
—————————–
পরচর্চা
জাহাঙ্গীর আলম অপূর্ব
নিন্দা করা নিন্দুকের কাজ
এমন করেই চলে ধরা,
নিন্দুকের ওই নিন্দার ফলে
শুদ্ধ হয় ভাই জীবন তরা।
খুটিনাটি ভুল করলে ভাই
নিন্দুকের ওই চোখে পড়ে,
শুদ্ধিকরণ পুরো জীবন
থাকবে জনম জনম ভরে।
বিনা মূল্যে ময়লা ধুয়ে
নিন্দুক করে পবিত্র ভাই
তাহার মতো আপন স্বজন
পৃথিবীতে কারো তো নাই।
নিন্দা করবে নিন্দুক ভাই
এটাই রীতি জগৎ মাঝে,
তোমার আমার নিন্দা করা
তাই বলো কি কভু সাজে।
নিন্দুক হলো ধরার বুকে
সবার খুবই ভালো মিত্র,
করলে ভুল ভাই সাথে সাথে
তুলে ধরে কাজের চিত্র।
রচনাকালঃ
১৫/০৭/২০২১
৪+৪/৪+৪
১১টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
একসাথে দুটো কবিতা না দিলে ভালো হয়। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
কেন কোনো সমস্যা আছে।
শুভকামনা রইল সতত।।।।
আরজু মুক্তা
দুটা কবিতাই ভালো
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ।
শুভকামনা রইল সতত।।।
হালিমা আক্তার
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো। সে আমাকে শুধরে দেয় আলো। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রকৃতপক্ষেই মানুষ স্বার্থপর । চমৎকার লেখা — আপন কথা আপন স্বার্থ
সতত ভাবো তুমি,
তোমার চাওয়া পুরো ধরার
যতো আছে ভুমি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সত্যি অসাধারণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইল ভাইয়া ।
রেজওয়ানা কবির
ভালো লেগেছে তবে দুইটা কবিতা আলাদা আলাদাভাবে দিলে আরও ভালো হতো এতে করে দুইদিনে দুটি নতুন কবিতা পড়তে পারতাম! এটা অবশ্য আমার ধারনা। শুধুমাত্র আমার মনের ভাবটা প্রকাশ করলাম।
শুভকামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
কবিতা অনেক জমা জমা হয়েছে তাই একসাথে দুটো করে দিচ্ছি।।।।
শুভকামনা রইল।।
এভাবে পাশে থাকবেন।।।।