স্বভাব কবি

কামরুল ইসলাম ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ০৬:৩৪:৪৫অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

 

পেটে বিদ্যা নাই,  কবিতায় চালাই কলম

ঘা দেখলেই, কালির আঁচরে লাগিয়ে যাই মলম

বড্ড সচেতন আমি,  নিজ গুণে জ্ঞানীও বটে

কবি বলে কথা,  দু’চারটা ছালাম ও জুটে

কারো লেখা পড়ি না,  সাহিত্যে নাই পদরাজ

লোকে বুঝে আর না বুঝে, লেখায় আছে ঝাঁঝ

আমি কবি বটে,  জাতে একটু ভাব উদাসী

সর্ব প্রাণে জাগাই প্রেম, কালির আচরে সর্বগ্রাসী

বিরহ যাতনায় কম নয় অনুভুতির ভাগ

মান অভিমান,  ছন্দে রন্ধে ক্ষোভ আর রাগ

শুধু নয় প্রেম বিরহের কবি,  সমকালীন ও বটে

রাজনীতি অর্থনীতিতে ও কলম চলে,  যা কিছু ঘটে

আমি এক কবি, মস্ত জ্ঞানী, আচরণ ও স্বভাব

পেটে বিদ্যা নাই, সাহিত্য জ্ঞানের কিঞ্চিত অভাব  ।

 

রচনা কাল ঃ ০৯/০৯/২০২২

ঢাকা

৫০২জন ৪৫৫জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ