স্বপ্ন

মোঃ মজিবর রহমান ১৬ মার্চ ২০২২, বুধবার, ০৭:৪১:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

চারা গাছ

জন্ম ,
জন্ম হলেই হইনা কর্ম
কর্ম করেই হতে হই সর্বচ্চ।

রাজনীতিবিদ,
মাঠে নামলেই হইনা রাজনীতিবিদ
জনতার সেবক হইয়েই হতে হই দীক্ষিত।

কর্মগুণ,
কর্মেই পূজিত জনতা
কর্মেই দিগম্বর নিন্দা।

ইতিহাস,
কথা কই ইতিহাসের পাতা
ইতিহাসবিদের স্বাক্ষরতা।

হইচই,
যতই একেওপরকে গলাবাজী
সত্য প্রকাশে নির্ভিক সত্যবাদী।

বংগবন্ধু ,
রক্তই মুক্তি রক্তই শক্তি রক্তই দুর্বার যুদ্ধ
মুক্তি আন্দোলনে মুক্তিই একমাত্র লক্ষ্য।

স্বপ্ন,
নিঝুম রাতে নয়, অলসতায় ভরা নয়,
খুশু শক্তিতে সকল বাঁধা ডিঙ্গিয়ে নিজের করে নেয়।

ছবি সোনেলা গ্যালারী থেকে।

৮৫৮জন ৭৭৩জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ