স্টপ বর্ডার কিলিং……

সীমান্ত উন্মাদ ১৭ নভেম্বর ২০১৪, সোমবার, ০৬:৪২:৪৩অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

আমি সাধারনত ১দিন পরপর কোন পোস্ট দেই না। কিন্তু আজকে দিলাম কারন আমাদের সীমান্ত হত্যার সব চেয়ে আলোচিত ফেলানি হত্যার পুনঃবিচার শুরু হল আজ থেকে আবার। আর তাই সীমান্ত উন্মাদের তার ভাষায় তার যায়গায় থেকে তার মত করে প্রতিবাদ জানাল আজকে। মানবিকতার বিচারে ফেলানি নেয় বিচার পাক এই প্রত্যাশায়।

 

স্টপ বর্ডার কিলিং……                                                                    

কাঁটা তারে ঝুলছে তোমার লাশ

রক্ত ঝরে হয়েছে মাটি লাল,

বুলেট বিদ্ধ তোমার প্রান

প্রশ্ন করে কেন জাতি নির্বাক?

 

ফেলানি সে আমাদের ফেলানি

সেখানে তোমার লাশ শুধু ঝুলে নেই

ঝুলছে বাঙ্গালি বাংলাদেশ,

এক মায়ের চোখের জলে

ভিজে গেছে মানচিত্র!!

 

একাকার স্রোতস্বিনী জন্মভূমি

ফেলানি সে আমাদের ফেলানি

তোমার হত্যার বিচার প্রহসন

আমরা মানিনা মানবোনা কখনও

ক্ষোভে বিক্ষোভে ভরা অন্তর

আগ্নেয়গিরি জ্বলছে বুকে এখনও।

বিঃদ্রঃ সীমান্ত উন্মাদ এবং গায়েনের তরফ থেকে এই প্রতিবাদ।

৪৩৬জন ৪৩৬জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ