আমি সাধারনত ১দিন পরপর কোন পোস্ট দেই না। কিন্তু আজকে দিলাম কারন আমাদের সীমান্ত হত্যার সব চেয়ে আলোচিত ফেলানি হত্যার পুনঃবিচার শুরু হল আজ থেকে আবার। আর তাই সীমান্ত উন্মাদের তার ভাষায় তার যায়গায় থেকে তার মত করে প্রতিবাদ জানাল আজকে। মানবিকতার বিচারে ফেলানি নেয় বিচার পাক এই প্রত্যাশায়।
স্টপ বর্ডার কিলিং……
কাঁটা তারে ঝুলছে তোমার লাশ
রক্ত ঝরে হয়েছে মাটি লাল,
বুলেট বিদ্ধ তোমার প্রান
প্রশ্ন করে কেন জাতি নির্বাক?
ফেলানি সে আমাদের ফেলানি
সেখানে তোমার লাশ শুধু ঝুলে নেই
ঝুলছে বাঙ্গালি বাংলাদেশ,
এক মায়ের চোখের জলে
ভিজে গেছে মানচিত্র!!
একাকার স্রোতস্বিনী জন্মভূমি
ফেলানি সে আমাদের ফেলানি
তোমার হত্যার বিচার প্রহসন
আমরা মানিনা মানবোনা কখনও
ক্ষোভে বিক্ষোভে ভরা অন্তর
আগ্নেয়গিরি জ্বলছে বুকে এখনও।
বিঃদ্রঃ সীমান্ত উন্মাদ এবং গায়েনের তরফ থেকে এই প্রতিবাদ।
১৬টি মন্তব্য
মামুন
আমরা মানিনা মানবোনা কখনও
ক্ষোভে বিক্ষোভে ভরা অন্তর
আগ্নেয়গিরি জ্বলছে বুকে এখনও। – ভালো লাগলো।
যে কোনো ধরণের বিচার বহির্ভূত হত্যাকান্ড কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না।
সীমান্ত উন্মাদ
আমাদের বর্ডার এ যা হচ্ছে, তা মেনে নেওটা আসলেই অসম্ভ আমাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই।
খেয়ালী মেয়ে
ফেলানি সে আমাদের ফেলানি (y)
সীমান্ত উন্মাদ
হাঁ সে আমাদের ফেলানি।
সঞ্জয় কুমার
সিমান্তে হত্যা বন্ধ হোক । আর কোন বোন বা ভাই কে আমরা হারাতে চাই না ।
সীমান্ত উন্মাদ
এটা মেনে নেওয়াটাই একটা অপরাধ। ডিপ্লোম্যাসির দোহাই আর কত দিন।
শিশির কনা
স্টপ বর্ডার কিলিং (y) মানবতা বিচার পাক।
সীমান্ত উন্মাদ
মানবতা নির্বাসিত যদি না হয়ে থাকে তবে এর বিচার হবেই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ফেলানী কাটা তারে ঝুলন্ত লাশ যেন সমগ্র বাংলাদেশটাই লাশ হয়ে ঝুলে আছে প্রতিবেশী দেশের কাছে।
সীমান্ত উন্মাদ
আশা করি তারা এই ব্যাপারটা যত তাড়িতাড়ি সম্ভব দুততার সাথেই দেখবে এবং সমাধান করবে।
সোনিয়া হক
স্টপ বর্ডার কিলিং
সীমান্ত উন্মাদ
স্টপ বর্ডার কিলিং
জিসান শা ইকরাম
এ আমার দেশের অপমান,
আমার ক্ষত
এটি ভুলে যাবার নয়–
সীমান্ত উন্মাদ
এটি ভুলে গেলে মামা আমাদের অস্তিত্ব সঙ্কট তৈরি হবে। অনেক অনেক ধন্যবাদ মামা।
শুন্য শুন্যালয়
কি অদ্ভুত!!! ইচ্ছে করলেই একটা মানুষকে মেরে ফেলা যায়। কোন বিচার, মানবতা কিচ্ছু নেই। কাঁটাতারের বেড়া দিয়ে যে যার মতো পৃথিবী টা ভক্ষণ করছে। ঘৃণা এমন হত্যাকান্ডে।
সীমান্ত উন্মাদ
হাঁ বন্ধ্য অনেক কিছুই সম্ভব আমাদের এই দেশে। তুমি ভালো থেকো নিরন্তর।