
ব্লগ হচ্ছে প্রায় ডায়েরী লেখা। নিজের প্রত্যহিক জীবনে ঘটে যাওয়া বা দেখে যাওয়া ঘটনা সমূহ নিজস্ব দৃষ্টি ভঙ্গিতে লিখে যা অন্যদের জানানোই হচ্ছে ব্লগ। এটি একটি নির্দিষ্ট বিষয়ের উপর ধারাবাহিক ভাবে লেখা যায়, বা বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভাবেও লেখা যায়।বিষয় ভিত্তিক ব্লগ সাইট গুলোতে বিষয় নির্দিষ্ট থাকে, যেমন টেকটিউন ব্লগ, এই ব্লগে ইন্টারনেট ও টেকনোলজির উপর ব্লগ লেখা হয়। খেলা ধুলা বিষয়, সিনেমা/ মুভি, চিকিৎসা, ধর্ম, নাস্তিকতা ইত্যাদি সম্পর্কে আলাদা আলাদা ব্লগ সাইট আছে। যিনি ব্লগ লেখেন তাকেই ব্লগার বলা হয় থাকে। ব্লগ সাইট ব্যাক্তিগত হতে পারে, আবার অনেক ব্লগার একটি ব্লগ সাইটে ব্লগ লিখে পোষ্ট দিতে পারেন।
বাংলা ভাষায় অনেক ব্লগ সাইট আছে। বাংলাদেশে বাংলা ভাষায় প্রথম ব্লগ সাইট হচ্ছে সামহোয়ারইন ব্লগ। বাংলা ব্লগ সাইট সমুহের মধ্যে সামহোয়ারইন ব্লগই সবচেয়ে বড় ব্লগ সাইট। দেশে জনপ্রিয় ব্লগ সাইট সমুহের মধ্যে টেক টিউন ব্লগ, সামহোয়ারইন ব্লগ, ক্যাডেট কলেজ ব্লগ, সচলায়তন ব্লগ, শব্দনীড় ব্লগ, মুক্তমনা ব্লগ, বিডি নিউজ ব্লগ, সোনেলা ব্লগ অন্যতম। ভারতের কলকাতায়ও বেশ কিছু বাংলা ব্লগ আছে, নেটে সার্চ দিয়ে তা দেখা যেতে পারে।
দেশে চলমান ব্লগ সাইট সমুহের মধ্যে সোনেলা ব্লগ একটি পরিচ্ছন্ন প্রান চাঞ্চল্যে ভরপুর একটি ব্লগ হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সোনেলার ব্লগারগন অত্যন্ত আন্তরিক, যেন একটি পরিবারের মত। দেশে চালু ব্লগ সমূহ যেখানে মন্তব্য শূন্যতায় ভুগছে, সেখানে সোনেলা ব্লগে প্রতিটি লেখায় গড় মন্তব্য কুড়িটির বেশী। এতেই বুঝা যায় যে সোনেলার পাঠকগন অত্যন্ত সক্রিয়, যারা নিজেরা কেবল পোষ্টই দেননা, অন্যদের লেখাও পঠন করে গঠন মুলক মন্তব্য দেন।
সোনেলা নামকরনই বলে দেয় সোনেলা ব্লগের স্বকীয়তাঃ
সোনেলার কোন আভিধানিক অর্থ নেই। সম্পূর্ণটাই উপলব্ধির। এক কবি এক ঝক্ঝকে দুপুরে বসে আছেন আনমনে। হঠাৎ তিনি সোনালি রোদের সৌন্দর্য বিমোহিত হলেন। নির্মল আকাশ , চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য , এর মাঝে সোনালী ঝক্ঝকে রোদ । তিনি এই উজ্জল সোনালী রোদকে তাঁর প্রেমিকা হিসেবেই কল্পনা করলেন , যে তাঁর সমস্ত অস্তিত্বকে এক অপার আলোতে উজ্জল করে দিয়েছে । এই প্রেমিকাকে উনি নাম দিলেন সোনেলা। জীবনানন্দ দাশ ছিলেন সেই কবি। ‘‘ সোনেলা হচ্ছে এক উজ্জল রোদের নাম। সোনালী রোদের প্রত্যাশা আমাদের সবার। সব আঁধার কেটে গিয়ে এই সোনালী রোদ হাসুক আমাদের প্রিয় এই দেশটিতে সব সময় – এই আশায় আমরা বেঁচে থাকি । “
২০১২ এর ২৩ সেপ্টেম্বর সোনেলার আনুষ্ঠানিক যাত্রা আরম্ভ। এই ব্লগে কোনো ক্যাচাল নেই বললেই চলে। সবাই এখানে সন্মানের সাথে নিজেদের লেখা প্রকাশ করেন, এবং অত্যন্ত সাবলীল ভাবেই বিচরণ করেন। প্রায় সমস্ত ব্লগারগনই খুবই আন্তরিক, একটি পরিবারের সদস্য যেন সবাই। সোনেলার নীতিমালা কেবল মাত্র লেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সবার জন্যই সমান ভাবে প্রয়োগ করা হয়।
সোনেলা ব্লগ হলেও এটা মূলত আমাদের প্রানের উঠোন।
সোনেলায় লিখুন, আপনিও হয়ে উঠুন সোনেলার সোনালী ব্লগার।
১৯টি মন্তব্য
নাজমুল আহসান
সোনেলার আজন্ম সাথী হতে পেরে আমি গর্বিত। সোনেলা বেচে থাকুক।
সাবিনা ইয়াসমিন
সোনেলায় আপনার অবদান সর্বোচ্চ।
বেঁচে থাকুক সোনেলা পরিবার।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
সোনেলার উঠানে আসতে পেরে গর্বিত। সোনেলার উঠোন ভরে শব্দ ছন্দের রঙিন পাতায়।
সাবিনা ইয়াসমিন
সোনেলা উঠোনে আপনাকে পেয়ে আমরাও আনন্দিত। ভালো থাকুন সারাক্ষণ। শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
ব্লগ এবং ব্লগার সম্পর্কে অত্যন্ত সহজ, সুন্দর এবং সাবলীল ভাবে পাঠকদের বুঝিয়ে দিলেন।
ইচ্ছে থাকা সত্বেও নির্দিষ্ট একটি বিষয়ের উপর লেখা হয়নি আমার। সেক্ষেত্রে আমাকে খিচুরি ব্লগার বলা যায়।
সোনেলার সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
সোনেলার সোনালী মানুষদের কলকাকলিতে মুখরিত হোক সোনেলার উঠোন, সোনেলার বাগান।
এত সুন্দর একটি পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।
শুভ কামনা রাশি রাশি।
সাবিনা ইয়াসমিন
সোনেলা উজ্জ্বলতা পেয়েছে ব্লগারদের বৈচিত্র্যময় লেখাগুলোর জন্যই। এখানে নানা ধরনের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট হয়/হচ্ছে, তাইতো সোনেলা গতিময়!
ভালো থাকুন, নিয়মিত লিখুন।
শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
গতবছর করোনার শুরুতে মনে হচ্ছিল জীবন শেষ। কি একটা যেন জীবনের উপর চেপে বসলো। দমবন্ধ হয়, কেউ কারও সাথে কথা বলে না।
ফেসবুকে কবিতা, মনের কথা লেখা শুরু করলাম ও বাবা কি বিপদ!
স্যাড কিছু মানেও সমালোচনা, প্রেমের কিছুতেও সে কে?
অতপর কথা বলার সাথী জীবনে এলো- সোনেলা। কি শান্তি! মায়ের মতো । শতঅপরাধেও ক্ষমা পাওয়া যায়, বুকে টেনে নেয়। যা খুশি বলা যায়। একটুকরো হাসি এনে দেয় ঠোঁটের কোণে। আমি তো বলি এ প্রশান্তিটুকু আর কোথাও নেই। তাই থাকতে চাই যতদিন বেঁচে থাকবো।
লেখিকার জন্যও অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো এমন পোষ্টের জন্য।
সাবিনা ইয়াসমিন
আপনার ভাবনার সাথে একাগ্রতা জানাই। আমিও এমন ভাবনাতেই সোনেলায় নীড় বেধেছি। অন্য কোথাও যেতে হয়নি, যেতে চাই-ও না।
সোনেলা এগিয়ে চলুক আরও প্রানবন্ত হয়ে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদুল ইসলাম
সোনেলা ব্লগ বর্তমানে দেশের অন্যান্য ব্লগের তুলনায় যেকোন দিক থেকে অনেক এগিয়ে আছে। এর সদস্য হতে পেরে নিজেকে গর্বিত ভাবি আমি।
ব্লগ এবং ব্লগিং নিয়ে চমৎকার একটি লেখা পেলাম। ব্লগে আমার নিয়মিত ধারাবাহিক কোন লেখা নেই। আমি হচ্ছি দিন আনি দিন খাই ব্লগার। মাঝেমাঝে মনে হয় আমার একঘেয়েমি লেখা পড়ে পাঠক নিজেরাই বোর ফিল করছে।
সুন্দর পোস্ট আপু। শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
অন্যান্য অনেক ব্লগ যেখানে বিভিন্ন বিতর্কিত ক্যাচাল /টেকনিক্যাল প্রব্লেম এর কারণে সময়-অসময়ে হোচট খেয়ে থমকেছে, সেখানে সোনেলা ব্লগ যাত্রার আরম্ভ থেকে আজ অব্দি স্বকীয়তা ধরে রেখেছে এবং এর গতিশীলতা যেকোনো ব্লগের তুলনায় প্রশংসনীয়। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। সোনেলা অঙ্গনে আপনাদের সহ ব্লগার হতে পেরে আমিও গর্বিত তৌহিদ ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আমি কবিতা ছাড়া অন্য কিছু লেখাতে সাচ্ছন্দ্যবোধ করিনা বা সাহসে কুলাতে পারিনা। জানি কবিতার ‘ক’ ও হয়না তবুও কেন জানি এটা লিখতেই আনন্দ খুঁজে পাই। সবাই কত সুন্দর সুন্দর বিষয় নিয়ে লেখে, সমস্যা গুলো তুলে ধরে আমি পারিনা । অন্যদের লেখা পড়লেই মনে হয় আমিওতো লিখতে পারতাম এই বিষয়ে। কিন্তু শেষ মুহূর্তে সেটা আর আলোর মুখ দেখেনা, ভাবনার মধ্যেই থেকে যায়। মাঝে মাঝে মনে হয় লেখায় ভেরিয়েশন আনা দরকার কিন্তু ওভাবে লিখতে গেলে যে চর্চা বা সময় দিতে হয় সেটা বের করতে পারছিনা। খুব সুন্দর পোস্ট। সোনেলার গর্বিত একজন হতে পেরেই খুশী।সাথে আছি, থাকবো । যে প্লাটফর্মের অভাবে, অনুপ্রেরণার অভাবে একসময় লেখালেখি, বই পড়া পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম আজ সোনেলা আমার সব আশাই পূরণ করেছে আপনাদের মতো ব্লগা্রদের ভালোবাসা, অনুপ্রেরণার কল্যাণে। জয়তু সোনেলা, শুভ ব্লগিং
সাবিনা ইয়াসমিন
কবিতা, গল্প, সমসাময়িক বা যা কিছুই লেখা হোক কোনটাই ফেলনা নয়। যিনি রচনা করেন তিনি জানেন কতটা শ্রম দিয়ে নিজের ভাবনা গুলোকে শব্দে পরিনত করতে হয়/হয়েছে।
সোনেলা পরিবারে আছি, আপনাদেরকে পাশে পেয়েছি, আর কিছু চাওয়ার নেই 🙂
সোনেলা বেঁচে থাকুক।
ভালো থাকুন সব সময়। শুভ কামনা 🌹🌹
মোঃ রাশিদুল ইসলাম
সোনেলা ব্লগের জন্য অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
আপনার জন্যও শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো।
ভালো থাকুন 🌹🌹
আরজু মুক্তা
ব্লগ এবং ব্লগিং সম্পর্কে জানলাম। আপনাকে ধন্যবাদ।
দারুণ একটা প্ল্যাটফর্ম। লিখে আনন্দ পাওয়া যায়। এটাই বড়। সোনেলা দীপ্ত পায়ে এগিয়ে চলুক। এ কামনা সবসময়।
সাবিনা ইয়াসমিন
এই প্লাটফর্মে স্বাধীন ভাবে লিখতে পড়তে পারি এটাই বড় প্রাপ্তি, বোনাস হিসাবে পাশে পেয়েছি আপনাদের 🙂
সোনেলা চির-উজ্জ্বল হোক।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
আশরাফুল হক মহিন
বেঁচে থাকুক সোনেলা ব্লগ
যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ
সোনেলা ব্লগ এর সাথে থাকবো।
সোনালা ব্লগের সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা রইল।
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। নিয়মিত লিখুন, আর সব সময় ভালো থাকুন, শুভ কামনা রইলো 🌹🌹
মোঃ মজিবর রহমান
সোনেলায় একজন নগণ্য পাঠক হতে পেরেছি এটাই অনেক পাওয়া। আর সঙ্গে অনেক অনেক ব্লগার যারা প্রতিনিয়তই আনন্দধারায় বহমান। এখানকার মত আন্তরিক ব্লগার খুব কমই আছে অন্যান্য ব্লগে।
আপনাকে আন্তরিক ধন্যবাদ পোষ্টির জন্য। ভালো থাকুন।