আজি আমি জানি – প্রাণ সাথী মানি
সদা হাতে রেখে হাত,
প্রাণ পাখি তুমি -সদা আমি চুমি
কেটে যাবে শত রাত।
এক সাথে থাকি – চোখে চোখ রাখি
সদা ভাবি তোমা কথা,
কোন বনে ঘোরো – কোন ফুল ধরো
মনে আছে বহু ব্যথা।
ভাবি মনে মনে -পাশে চাই ক্ষণে
বুকে চেপে ধরে বসি
তুমি মোর জান -তুমি মোর প্রাণ
তুমি রবি তুমি শশী।
নিত্য সুখে দুখে -থাকি ধরার বুকে
শুধু প্রিয়া তোমা আশা
কবে আসবে তুমি -মাতা জনম ভুমি
মনের কোণে কত ভাষা।
পাশাপাশি বসে – মন খুশি হেসে
বাসো মোরে খুব ভালো,
নদী ধারে কাছে – মনে সুখ আছে
প্রাণ হবে সদা আলো।
রচনাকালঃ
১০/০৭/২০২১
কৃত্তিকাছন্দ ৩+৩
৪ শব্দ
——————————————–
কবি কাব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
আছে কবি যত – গান লেখে শত
নদী গিরি রূপে শোভা,
নর নারী দেখে -নানা রঙ মেখে
নভে জ্বলে খুব নোভা।
নদী বয়ে চলে -জল কল কলে
পাখি গায় কত গান,
ফুল ফুটে আছে – নানা গাছে গাছে
দেখে ভরে গেছে প্রাণ।
দেখে ভালো ছবি – গান লেখে কবি
লাগে খুব মোর ভালো,
ধরা নব সাজে – রাতে শুধু বাজে
ঢোল ঢাকে শব্দ আলো।
নানা খেলা করে – পথ খানি ধরে
যাবে চলে ভাই বাড়ি,
মন ছুয়ে যাই – নানা ফুল তাই
কেনে নব নব গাড়ি।
দেখে শেখা তবে – তাতে মোর ভবে
মনে হয়ে যাই নদী,
তারে যদি পাই -আর কিছু নাই
ধনী হবো আমি যদি।
রচনাকালঃ
২৪/০৭/২০২১
কৃত্তিকাছন্দ ৩+৩
৪ শব্দ
৮টি মন্তব্য
হালিমা আক্তার
চমৎকার কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
মাঝে মাঝে অন্যদের লেখাও পড়িয়েন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ওকে।।।
শুভকামনা রইল সতত।।।।
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অপূর্ব লেখা — দেখে ভালো ছবি – গান লেখে কবি
লাগে খুব মোর ভালো,
ধরা নব সাজে – রাতে শুধু বাজে
ঢোল ঢাকে শব্দ আলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।।