সুখের আবাদ, অসুখী নীল জলে

আগুন রঙের শিমুল ১৯ জুলাই ২০১৪, শনিবার, ০৯:৪৯:২৫অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

কতখানি অতলে থাকে জলের দুঃখ, কতটা গহীনে
কতটা উজানে গেলে পরে পোড়ানোর উৎসব শেষ হবে,
কতটা তীব্র হলে স্রোত তোমায় ছোঁবে বেনোজল, দুঃখবোধ ফুরোবে তোমার।
কতটা উজাড় করে দিলে পরে বোঝা যাবে দিয়েছি সর্বস্ব
কতটুকু মেঘ জমে হয় একটা আকাশ,
কতখানি বৃষ্টি হলে পরে পাখি এসে পরাণ ছোঁয়াবে জলের পরাণে?

একজন্ম কেটে যায় দারুণ অস্থিরতার বিষে,
সুখের পুর্ণ পানপাত্রে দেই বিষম চুমুক
তবুও সুখের জমিনের আলপথে অসুখের আনাগোনা।

 

প্রভু,

পরজনমে যেন একটা ডানাভাঙা শালিখ হই, যাকে দেখে কেউ বলবে আহা একা পাখি ।অথবা কোন এক কিশোরীর ছিড়ে যাওয়া মালা হতে চাই……… যার দুঃখে মায়াবতীর চক্ষু টলোমল।

৮১৯জন ৮১৯জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ