
কিছুদিন হয়েছে আমি এই ব্লগে রেজিষ্ট্রেশন করেছি। রেজিষ্ট্রেশন করতে কিছু সমস্য হচ্ছিলো, আমার পরিচিত আর এক ব্লগারের সাহায্য নিতে হয়েছিলো।
লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকায় খুব সময় দেয়া হয়নি, কিন্ত এখন এখানে ব্লগিং করতে গিয়ে আমার কিছু সমস্যা হচ্ছে।
১) আমার প্রোফাইলে ছবি এ্যাড করার পরও ছবি দেখা যাচ্ছে না।
এখানে ছবি ও নিজের কথা যোগ করেছি, প্রোফাইল হালনাগাদ করা হয়েছে মেসেজ দেখাচ্ছে। এখানে ছবি ও নিজের কথা দেখতেও পাচ্ছি। কিন্তু আমার প্রোফাইল ইউআরএল এ গেলে কিছুই দেখায় না।
২) আমি কোথাও কমেন্ট করতে পারছি না।
একটু আগেও জিসান শা ইকরাম এর খুবই সাধারন একজন মানুষের অসাধারন সরলতাএবং নীরা সাদীয়া এর পথের দিশা লেখায় কমেন্ট করেছি। কিন্তু সেখানে আমার কমেন্ট দেখা যাচ্ছে না।
৩) যোগাযোগ করার জন্য যোগাযোগ পেজে কোন ফোন নম্বর, ইমেইল বা ফর্ম থাকলে ভালো হতো। এখন পেজে কিছুই নেই
আমার সমস্যা গুলো সমাধান করবেন বলে আশা করছি।
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
এখন একবার চেক করে দেখবেন? ব্লগের মডারেটর মনে হচ্ছে আপনার পোস্ট পড়ে সমস্যার সমাধান করে দিয়েছেন।
আপনার প্রফাইলে ছবি দেখতে পাচ্ছি, কমেন্ট করেছেন তা সাম্প্রতিক মন্তব্যে দেখতে পাচ্ছি।
মন্তব্য করে জানান সব ঠিক আছে কিনা।
স্বাগতম সোনেলায়
শুভ ব্লগিং
সেডরিক
জ্বি। এবার ঠিক হয়েছে। মডারেটর কে ধন্যবাদ।
জিসান শা ইকরাম
সোনেলা ব্লগকে সম্পুর্ন নতুন ভাবে রুপান্তর করা হচ্ছে, কাজ চলছে ব্লগ আপডেটের। আপডেট সমাপ্ত হবার পুর্বেই যোগা্যোগ সহ সমস্ত কিছুই পাওয়া যাবে আশাকরি।
সেডরিক
হ্যা নতুন ডিজাইন দেখতে পারছি। আগের ডিজাইনের চেয়ে সুন্দর হয়েছে। সিম্পলের ভেতরে গর্জিয়াস।
শুন্য শুন্যালয়
সুস্বাগতম সোনেলায়।
যেভাবে এসেই মাইক নিয়ে চিল্লাপাল্লা করলেন, মডারেটর ঠিক না করে যাবে কই।
তবে পদ্ধতি টা জেনে রাখলাম। নেক্সট টাইম ঝামেলা হলেই এর চাইতে বড় মাইক নেবো 🙂
সেডরিক
ধন্যবাদ শুন্য শুন্যালয়। 😁
রিতু জাহান
সোনেলায় আপনাকে স্বাগতম।
আপনার সকল টেকনিক্যাল সমস্যার সমাধান হয়ে গেছে আশা করি। লিখুন বেশি বেশি করে।
শুভকামনা রইলো।
সেডরিক
ধন্যবাদ আপনাকে। 😊
ইঞ্জা
সোনেলায় স্বাগতম, এত্তো বড় মাইক পেলেন কই? 😜
সেডরিক
এমন মাইক নিজেই বানানো যায়। ইউটিউবে DIY ভিডিও আছে অনেক😛
ইঞ্জা
😂
মোঃ মজিবর রহমান
সোনেলা উঠানে আপনার পদচারনা হোক সুখময়।
সেডরিক
অনেক ধন্যবাদ মোঃ মজিবর রহমান🙂
মোঃ মজিবর রহমান
স্রিতিময় ো আনন্দিত থাকুন।
জিসান শা ইকরাম
সাময়িক পোস্ট দিয়ে চুপচাপ থাকলে হয়? লেখা দিন, অপেক্ষা করছি।
শুভ ব্লগিং
সেডরিক
প্রতিদিনই লিখি তো। কিন্তু শেষ করতে পারি না। ফিনিশিং এ আটকে যাই। লেখা মন মতো হয় না।😢