কিছুদিন হয়েছে আমি এই ব্লগে রেজিষ্ট্রেশন করেছি। রেজিষ্ট্রেশন করতে কিছু সমস্য হচ্ছিলো, আমার পরিচিত আর এক ব্লগারের সাহায্য নিতে হয়েছিলো।

লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকায় খুব সময় দেয়া হয়নি, কিন্ত এখন এখানে ব্লগিং করতে গিয়ে আমার কিছু সমস্যা হচ্ছে।

১) আমার প্রোফাইলে ছবি এ্যাড করার পরও ছবি দেখা যাচ্ছে না।

এখানে ছবিনিজের কথা যোগ করেছি,  প্রোফাইল হালনাগাদ করা হয়েছে  মেসেজ দেখাচ্ছে। এখানে ছবিনিজের কথা দেখতেও পাচ্ছি। কিন্তু আমার প্রোফাইল ইউআরএল এ গেলে কিছুই দেখায় না।

২) আমি কোথাও কমেন্ট করতে পারছি না।

একটু আগেও জিসান শা ইকরাম এর  খুবই সাধারন একজন মানুষের অসাধারন সরলতাএবং নীরা সাদীয়া এর পথের দিশা লেখায় কমেন্ট করেছি। কিন্তু সেখানে আমার কমেন্ট দেখা যাচ্ছে না।

৩) যোগাযোগ করার জন্য যোগাযোগ পেজে কোন ফোন নম্বর, ইমেইল বা ফর্ম থাকলে ভালো হতো। এখন পেজে কিছুই নেই

আমার সমস্যা গুলো সমাধান করবেন বলে আশা করছি।

২০০৪জন ১৯০৯জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ