কেউ অনলাইনে নেই!
চর্ম দিয়ে নাহি করো নর নারী রায়
সবাই মানুষ তবে কেন দ্বৈব ভাই
জীবন নদীর মাঝি হয়ে নৌকা বায়
সবাই মানুষ মোর কাছে দ্বৈব নাই।
সাদা নর নারী আর কালোদের রক্ত
আছে কিরে কভু দ্বৈব দেখো এসে কাছে
ভ্রাতৃত্বের বন্ধনে যে সাদা কালো শক্ত
মিলেমিশে থাকে সবে একে অন্য পাছে।
সবে মিলে হয়ে গাহি মনুষ্যের গান
ধরার বুকেতে সবে মিলে মিশে থাকো
একে অপরের পাশে জুড়ে দাও প্রাণ
মনে গভীরে হিংসা দ্বেষ নাহি রাখো।
বর্ণ ভেদ ভুলে হাতে হাতে রেখে চলো
আমরা সবে মানুষ এক কণ্ঠে বলো।
রচনাকালঃ
২৭/০৭/২০২১
সেক্সপেরীয় সনেট ৮+৬
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
আপনি এইসব ( সেক্সপেরীয় সনেট ৮+৬
অষ্টকঃABAB CDCD
ষষ্টকঃEFEF GG ) কবিতার শেষে দিয়েন। প্রথম দিলে খুবই দৃস্টিকটু লাগে।
মন্তব্য আগে পড়ে জবাব দিয়েন। ধন্যবাদের দরকার নাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
এগুলো দিয়ে থাকি এজন্য যেন আমার লেখায় কোনো ভুলে থাকলে ধরে দেয় তার জন্য।।
জিসান শা ইকরাম
আমি তা বুঝতে পেরেছি। আমি আপনাকে বাদ দিতে বলিনি। বলেছি লেখার শেষে দিয়েন।
মন্তব্য সব পড়ার মত সময়ও আপনার নেই। এখন হতে এই সব লেখার নীচে দিবেন। নইলে আপনার লেখা আর প্রকাশিত হবে না। সাইটের সৌন্দর্য এবং মান রক্ষার্থে এটি করা হবে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
এখন থেকে তাই করব।।।।।
আরজু মুক্তা
সেকসপেরিয়ান সনেট হবে কথাটা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
মোঃ মজিবর রহমান
আমার এখন সনেট ছন্দ মনে নাই। লিখা চাস্লিয়ে যান।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হ্যাঁ আমাদের পরিচয় মানুষ — বর্ণ ভেদ ভুলে হাতে হাতে রেখে চলো
আমরা সবে মানুষ এক কণ্ঠে বলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
হালিমা আক্তার
বর্ণ ভেদ মানুষের পরিচয় বহন করতে পারে না। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।