
সময় অনেক দূরে চলে গেছে,
সীমানার বাহিরে, মৃদু পায়ে
স্মৃতির থলে হয়েছে টইটুম্ভর
অনুভুতির স্পর্শে জেগেছে নিঃসঙ্গতা
খরার প্রবাহে কালো হয়েছে যমুনার জল ,
আসন্ন শীতের কুয়াশায় ঢেকেছে
প্রত্যাশার দিনলিপি , প্রতিনিয়ত
আহত হয় মন, ব্যহত হয় কর্ম পাড়া,
তবুও থেমে নেই সময়ের স্রোত ,
কঁচুরী পানার মতো ভাসে, বুকে স্বপ্ন
ঝরণার মৃদু ছন্দে আসে গতি
আকাশে খুঁজে বেড়াই, শান্তির পায়রা
ভাঙা গড়ার নিয়মে বেহাল অনিয়ম
তবুও অশায় থাকে বুক, নিরাশার প্রান্তরে ,
মেঘ শাবকের দল ঢেকে দিবে বেদনার নীল,
উষ্ণতায় ভিজাবে প্রাপ্তির বৃষ্টি
প্রতিক্ষা গুছিয়ে ডানা মেলবে চাতক
শাখে হাসবে ফুল, গাইবে পাখী
শুধু হাসবো না, সময়ের হাত ধরে আমি আর তুমি ।
রচনা কাল ঃ ১৪/১১/২০২০
ঢাকা
৯টি মন্তব্য
আরজু মুক্তা
আশা নিয়ে বেঁচে থাকা
কামরুল ইসলাম
ধন্যবাদ
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
হালিম নজরুল
স্মৃতির থলে হয়েছে টইটুম্ভর
—————সুন্দর পঙক্তি
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাউ
কামরুল ইসলাম
ভাই
সাবিনা ইয়াসমিন
সব কিছু পূর্ণ হবার পর কবির কবিতাও পূর্ণ হবে প্রাপ্তির সমারোহে। আশা নিয়েই বেঁচে থাকা।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু