
প্রভু,,
প্রভু মায়া ঝরানো এ সমাজে….
আমরা বড়ই দুঃখী,
দিন যায় রাত যায়….
মাটিতে অশ্রু ফেলি।
প্রভু সকাল দুপুর স্বপ্নে বাসে
সোহাগ হাসে রাতে,
সন্ধ্যা কাটে কাকের মতো
ছায়া হীন গাছটার নিচে!
প্রভু তোমার সৃষ্টি জগতটা
ভাবায় নিত্য ভাবে,
ছেলে বেলা নেই কো প্রভু
তোমার নীতির ধারে!
প্রভু খাবার খুঁজে পথে ঘুরি
পথেই খুঁজি সঙ্গী,
প্রভু আমার মতো হাজার শিশু
করে আহাজারি।
প্রভু খুলে দেখো নয়ন খানি
খোকার স্বপ্ন তরী,
ভেলায় ভাসে,খেলার তরী
হেলার কেয়া ঘাটে!
সঞ্জয় মালাকার//
১৯টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
সত্যি’ই সময়ের কাছে আমরা অসহায়।
বাস্তবতার নিরিখে লেখনী।
শুভকামনা দাদা।
সঞ্জয় মালাকার
ধান্যবাদ দাদা শুভেচ্ছা রইল।
তৌহিদ
প্রভু সব দ্যাখেন, শোনেন, বোঝেন। সবার মনোকামনা পূর্ণ হোক এই প্রার্থনা করি।
ভালো থাকবেন।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ ভাই, শুভ রাত আপনিও ভালো থাকবেন নিরন্তর কামনা রইলো।
তৌহিদ
শুভরাত্রি।
সঞ্জয় মালাকার
শুভ রাত্রী ভাই।
জিসান শা ইকরাম
ভাল লেগেছে কবিতা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাই আমি আনন্দিত হলাম
রাত্রী কালীন শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
সময়ের কাছে বন্দি।।
তবুও সময় বয়ে চলে নিরবধি
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু শুভেচ্ছা রইলো।
সাবিনা ইয়াসমিন
সময়ের কাছে আমরা অসহায়। সময়কে জয় করার শুধু ক্ষমতা প্রভুর হাতে। আমরা প্রার্থনা করি সমস্ত দুঃখ-কষ্ট-আহাজারি সৃষ্টিকর্তা দূর করে দিবেন।
শুভ কামনা দাদা। ভালো থাকবেন। 🌹🌹
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ আপু
ভালো থাকবেন নিরন্তর শুভেচ্ছা রইলো ।
রেহানা বীথি
সবার সব ইচ্ছা পূরণ হোক।
ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ আপু ভালো লাগা রইলো।
নাজমুল হুদা
আমাদের প্রয়োজনে সময় না , প্রয়োজনে আমরা ।
নাজমুল হুদা
আমাদের প্রয়োজনে সময় না, সময়ের প্রয়োজনে আমরা।
সঞ্জয় মালাকার
দুইটারি প্রয়োজন হয় সময় বিশেষ
সময়ের প্রয়োজনে আমরা,
ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
সব বয়ে যায় জিবনো বহমান। আর সময় তাতো তারউ গতিতে,।।।।।।
সঞ্জয় মালাকার
হুম, ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইলো।