কী লিখব। কীভাবে লিখব।
কিছু একটা যে না লিখলেই নয়।
আচ্ছা ঘড়ির কাঁটার গতি কি বেড়ে গেছে।
নাহ, দিনের আয়ু কমে গেছে।
দেখতে দেখতে এক এক করে গড়িয়ে গেল একটি বছর। মাঝে মাঝে মনে হয়, সময় যেন এক লাগামহীন ঘোড়া। চাইলেই রাশ টেনে ধরা যায় না। একটি বছর আগে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন আরজু মুক্তা আপা। আদরের মেয়েকে একা রেখে চলে গেলেন।
সব কিছু নিয়ে আমাদের কত স্বপ্ন, কত ভাবনা থাকে। সমস্ত স্বপ্ন, ভাবনাকে পিছু ফেলে চলে যেতে হয় না ফেরার দেশে। জীবন বড় অদ্ভুত এক মায়া মরিচিকা।
আরজু আপার অনুপ্রেরণায় ব্লগে আসা। আরজু আপার উদ্যোগ ও প্রচেষ্টায় বের হয়েছিল আমাদের প্রথম যৌথ কাব্য গ্রন্থ “নির্ঝর শব্দের ঘেউ”। নিজের লেখা বইয়ের পাতায় ছাপা হবে। এ ছিল কল্পনাতীত। আরজু আপা স্বপ্ন কে জাগিয়ে তুলতেন। লেখার তাগিদ দিতেন।চলে যাওয়ার কিছু দিন আগে নতুন কাব্যগ্রন্থের জন্য কবিতার কথা বলেছিলেন। দ্বিতীয় বার বই বের করার আগেই চলে গেলেন। তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এগিয়ে এলেন রোকসানা খন্দকার রুকু আপা। প্রকাশিত হলো “নির্ঝর শব্দের ঢেউ-২”। আপা চলে গেছেন। রেখে গেছেন স্মৃতি। তিনি বেঁচে থাকবেন তাঁর কর্মের মাঝে। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। ভালো থাকুন ওপারে। আল্লাহ আরজু আপাকে জান্নাত বাসী করুন।
১৫টি মন্তব্য
মো: মোয়াজ্জেম হোসেন অপু
আমিন
হালিমা আক্তার
অশেষ ধন্যবাদ ও শুভকামনা অবিরাম।
বোরহানুল ইসলাম লিটন
অন্তরে গেঁথে গেলে কেউ
তার স্মৃতি এমনি করেই নাড়া দেয়।
মহান দয়াময় যেন তাঁকে জান্নাত দান করেন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
একদম সত্যি বলেছেন। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
আচ্ছা কবি হালিমা আপা একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে
এবারে সোনেলা জন্মদিনে –
‘আরজু মুক্তা’ নামে লেখকদের সম্মানসারক দিলি কেমন হবে
আপনি যদি কর্তপক্ষে যদি বলতেন চাঁদা লাগলে চাঁদা দিবো!
হালিমা আক্তার
চমৎকার প্রস্তাব লিটন ভাই। আমরা সবাই সোনেলা পরিবারের সদস্য। এ ক্ষেত্রে আপনিও বলতে পারেন। এ ব্যাপারে এডমিন দের দৃষ্টি আকর্ষণ করছি। প্রয়োজনে আমরা কন্ট্রিবিউট করবো। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
কি লিখি কি লিখব ,লিখতেইতো পারিনা। তার স্বপ্ন আমাদের মাঝে জেগে রয়েছে। ফেরিওয়ালা ফেরি করেছে, রেখে গেছে স্বপ্ন। তবে সোনেলা ম্যাগাজিনে তার উপর লিখা কবিতা বা স্বরনিকা কিছু থাকা তার সন্মানকে জাগ্রত করা।
ভালো থাকুক ওপারে, মহান দয়া ময় আল্লাহ পাক তাকে জান্নাতবাসি করুন। আমিন।
হালিমা আক্তার
সুন্দর বলেছেন। ফেরিওয়ালা ফেরি করেছে, রেখে গেছে স্বপ্ন। সোনেলা ম্যাগাজিনে তাঁর স্মরণে কিছু একটা থাকলে ভালো হয়। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।
হালিমা আক্তার
সুন্দর বলেছেন। ফেরিওয়ালা ফেরি করেছে, রেখে গেছে স্বপ্ন। সোনেলা ম্যাগাজিনে তাঁর স্মরণে কিছু একটা থাকলে ভালো হয়। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।
ফারজানা তৈয়ূব
আরজু আপার কথা তুই সেদিনও বললি আমাদের যেদিন দেখা হলো।আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন।
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
হালিমা আক্তার
আমিন । শুভ কামনা অবিরাম। শুভ রাত্রি।
হালিম নজরুল
এত তাড়াতাড়ি এক বছর হয়ে গেছে! আরজু মুক্তা আপা ওপারে শান্তিতে থাকুক।
হালিমা আক্তার
আসলেই সময় খুব দ্রুত চলে যায়। ধন্যবাদ ও শুভকামনা রইলো।