সব কিছু লুট হয়ে গেছে

শান্ত চৌধুরী ৩১ মে ২০২০, রবিবার, ১০:৫৬:৪১অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

নাগরিক অধিকার লুট হতে দেখেছি।

মানুবিক মূল্যবোধ লুট হতে দেখেছি।

মানুষের বিবেক লুট হতে দেখেছি।

সব কিছু লুট হয়ে যেতে দেখেছি।

লুট হতে হতে ডান হাত, বাম হাত,

শরীর, কিছুই লুট হওয়ার বাকী নেই!!

তবে কি ? সব কিছু লুট হওয়ার পরও

মানুষ, মানুষের মতো আকৃতি নিয়ে,

অবলীলায় সমাজের অধিপতির

আসন আলংকৃত করে।

জানোয়ার তার হিংস্র থাবায়

সব লুটে নেয় যখন-তখন

আর মানুষ তার অবয়ব রূপে

ঈশ্বর সম আসনে বসে ভগবান।

 

৭৯১জন ৬৯৯জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ