
সবুজ ভূমি…..
যে মাটিতে পাই অন্ন স্বাদ
ক্লান্তি বুঝাবার আশ্রোয়,
আমি তাকেই তো ভালোবাসি
চিরকাল!
যে মাটিতে অরণ্য আনন্দ…..
শান্ত দীঘির জল,
সেই মাটিতে শরীর বাঁধি
জন্ম মৃত্যুর ধারণ।
যে মাটিতে মায়ে মন
মাতৃ দুগ্ধ স্বাদ ,
আমি সেই মাটিতে তুলেছি ওগো
কর্ণধার সবুজ সোনালী ধান।
১১টি মন্তব্য
আরজু মুক্তা
মা মাটি মিলেই আমরা।
দাদা কেমন আছেন? অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি, কৃতজ্ঞতা ও মুগ্ধতা, দিদি আঘের মতো ঠিক আসতে পারিনি কাজের ব্যস্ততায়, আপনাদে লেখা গুলো মিস করি, সময় পেলেই ছুটে আসি আপনাদের ভালোবাসা নিতে,
আপনি কেমন আছেন দিদি, আমি ভালো আছি আপনি ভালো থাকবেন শুভ কামনা।
আরজু মুক্তা
জি দাদা ভালো আছি। সময় করে নিয়মিত লিখুন
সাবিনা ইয়াসমিন
জন্মভূমি জন্মদায়িনী মায়ের মতন।
নিয়মিত লিখুন দাদা, শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
দিদি কাজের র ব্যস্ততায় আসতে পারিনি,
ভালো থাকবেন দিদি শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আপনার লেখা পড়লাম। ভালো আছেন নিশ্চয়ই। মা মাটি নিয়ে সুন্দর কবিতা। সাবধানে থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি, কৃতজ্ঞতা ও মুগ্ধতা, দিদি আপনিও ভালো থাকবেন সব সময় শুভ কামনা।
সৌবর্ণ বাঁধন
সুন্দর কবিতা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ও কৃতজ্ঞতা,
ভালো থাকুন নিরাপদ থাকুন সব সময় শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
জন্মভূমির মাটি সোনার চেয়েও খাঁটি। অনেকদিন পরে আপনার লেখা পেলাম দাদা। আশাকরি ভালো আছেন। শুভকামনা জানবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও ভালোবাসা,
দাদা কাজের ব্যস্ততায় আসতে পারিনি, জানেন’ই তো প্রবাস জীবন কেমন হয়।
ভালো থাকবেন দাদা শুভ কামনা //