সজ্জন

সাজেদুল হক ২৬ জুলাই ২০২০, রবিবার, ১২:৫৩:০৪পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

 

কে কথা কয়  

বুকের ভিতর

জানি আমি

জানে সে জন

শুধু জানি আমরা দু’জন।

আমি ধরি কাক ডাকা ভোর

সুজন ধরে কৃষ্ণ দুপুর।

মন যদি মোর আকাশ আঁকে

রামধনু রং সুজন মাখে।

স্বপ্ন দেখি আমি যদি

সুজন বেড়ায় তিস্তা নদী।

যদি বলি চলতো ঘুমাই

সুজন বলে ধুৎত্তুরি ছাই।

এমনি করে মনের মাঝে

সুজন আমার কথায় সাঁঝেে;

এমনি করে বুকের ভিতর

মান অভিমান অষ্ট প্রহর।

কে কথা কয়

কয় যে কথা

মনের ভিতর বুকের ভিতর ;

আমিই জানি

আর জানে সুজন

শুধু জানি আমরা দু’জন।

 

 

 

 

 

৬৪১জন ৫৬৮জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ