কে কথা কয়
বুকের ভিতর
জানি আমি
জানে সে জন
শুধু জানি আমরা দু’জন।
আমি ধরি কাক ডাকা ভোর
সুজন ধরে কৃষ্ণ দুপুর।
মন যদি মোর আকাশ আঁকে
রামধনু রং সুজন মাখে।
স্বপ্ন দেখি আমি যদি
সুজন বেড়ায় তিস্তা নদী।
যদি বলি চলতো ঘুমাই
সুজন বলে ধুৎত্তুরি ছাই।
এমনি করে মনের মাঝে
সুজন আমার কথায় সাঁঝেে;
এমনি করে বুকের ভিতর
মান অভিমান অষ্ট প্রহর।
কে কথা কয়
কয় যে কথা
মনের ভিতর বুকের ভিতর ;
আমিই জানি
আর জানে সুজন
শুধু জানি আমরা দু’জন।
৬টি মন্তব্য
ফয়জুল মহী
চটুল ভাষায় হৃদয়ঙ্গম লেখা ।
সাজেদুল হক
অনেক অনেক শুভকামনা।
আলমগীর সরকার লিটন
চমৎকার গীতি ককিতা কবি দা
সাজেদুল হক
অসংখ্য ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লিখেছেন ভাই — কে কথা কয়কয় যে কথা
মনের ভিতর বুকের ভিতর ;
আমিই জানি
আর জানে সুজন
শুধু জানি আমরা দু’জন।
শুভ কামনা ।
সাজেদুল হক
অনেক ধন্যবাদ।
শুভকামনা অহর্নিশ।