সবাইকে চলে যেতে হয়,
তবু এই পৃথিবী আঁকড়ে পড়ে থাকার অদম্য ইচ্ছা…
জাগতিক চিহ্ন হাতের মুঠোয় ধরে রেখে
সেই প্রকৃতির সবুজ ঘ্রাণের মাঝে
হাঁটতে হাঁটতে জানি এক দিন থমকে যাবে জীবন।
তবুও মোহিত ছবির পৃষ্ঠা থেকে সরে না নয়ন,
সরে না কাঁড়ি কাঁড়ি স্মৃতির ঝাঁপি,
যে ছবি স্মৃতির ফলকে ঘিরেছে দেওয়াল–
সেও রেখে গেছে তন্দ্রায়িত ভাবনার স্বপ্ন।
জানি না সময়ের শেষ স্টেশন কার যে কোথায় !
তবু এক সীমাবদ্ধ বাঁধনের ধারায়–
বয়সের স্রোতধর্মে কখনো থেমে থেকে
পার করি এগোবার অবরোধ,
একদিন শেষ হয় নির্লিপ্ত চেয়ে থাকার ফুল ফোটা–
চোখের তারায় নেমে আসে শেষ জ্বলা আলো।
৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
এটিই জীবন
এর মাঝেই সকল সৌন্দর্য ।
ভালো লেগেছে খুব।
নীলকন্ঠ জয়
এতাই শাশ্বত সত্য। 🙁
লীলাবতী
কবি কি একটু হতাশ ? বা আক্ষেপ হচ্ছে এমন বলে ? ভালো লেগেছে লেখা।
খসড়া
খুবই চমতকার।
শিশির কনা
সুন্দর