
এশার আযানে
আমার উঠানে নেমে আসে এক ঝাঁক শূন্যতা।
কেউ কোথাও নেই।
আকাশে চাঁদ নেই, ঢেকে আছে ঘন কুয়াশা।
আমি জানালার পাশে এসে দাঁড়াই।
দূরে দেখা যায় একটা বাতির টিমটিমে আলো।
দোল খায় – হয়তো কোন জেলে পল্লীর নৌকায়।
বাড়িতে বধূ উঠানে চড়িয়েছে রান্না,
বধূর চোখে ও কি মাঝে মাঝে ভেসে আসে!
দূর দেশ থেকে কাগজি লেবুর গন্ধে মোড়ানো
কান্না।
হয়তো সে গোপন করে, ভেজা আঁখি মুছে সাবধানে।
হয়তো তারও সাধ জাগে কোন এক প্রভাতে
শিশির হয়ে সূর্য্যের সাথে উড়ে যেতে।
কিংবা ভর দুপুরে আমগাছে বসে থাকা শালিকের মতো এ ডালে,ও ডালে উড়া উড়ি করে
শরতের ঘ্রাণ গায়ে মাখতে।
জানালার পাশে দাঁড়িয়ে থাকি আমি।
চারপাশে রাশিরাশি নীরবতা নামে।
আমার ঘরে
আমার উঠানে।
আমি টের পাই।
চোখ বুজে থাকি।
একটা ছবি ভেসে উঠে।
চোখে চশমা,তরতাজা ঠোঁটে লাল লিপস্টিক।
তারপর নেমে আসে নীরবতা।
অন্ধকারের চেয়েও আরো কঠিন, নীরবতা।
আমি দাঁড়িয়ে থাকি বারান্দায়।
শূন্যতা এসে অজগরের মতো আমাকে জাপটে ধরে।
আমার সমস্ত হাড়, মাংস এক করে সে চলে যায়।
আমি দাঁড়িয়ে থাকি বারান্দায়।
যেনো আমাকে কেউ খুঁজতে এসে
রাস্তা ভুল করে চলে না যায়।
কেউ আসেনা।
আমি দাঁড়িয়ে থাকি শূন্য বারান্দায়।
১১টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বাহ খুব সুন্দর এক অনুভূতির প্রকাশ করেছেন কবি দা ভাল থাকবেন———-
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালোবাসা জানবেন।
মোঃ মজিবর রহমান
শুন্যতা কেটে আসুক বন্ধু
একাকিত্ব ঘুচাক সবল হাওয়া
পাশে দাড়াক আলোবাতাস সন্ধি
অবিরত ভালো থাকা হউক সকল পাওয়া।
প্রিয় লিখার মাঝে দুরত্ব কমায়ে দিবেন দয়া করে ভালো লাগবে পড়তেই স্বাছন্দবোধ হবে।
মনিরুজ্জামান অনিক
আহা!
কি সুন্দর বললেন।
ভালোবাসা জানবেন কবি।
মোঃ মজিবর রহমান
হ্যা ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ ব্লগিং
খাদিজাতুল কুবরা
তুমি কবিতার কবিতা তোমার এ আমি হলফ করে বলতে পারি।
“দূর দেশ থেকে কাগুজি লেবুর গন্ধে মোড়ানো কান্না ”
এ লাইনটি কবিতাটিতে প্রাণ সঞ্চার করেছে।
মনিরুজ্জামান অনিক
আপা কি সুন্দর বললেন।
সতত ভালোবাসা জানবেন।
হালিমা আক্তার
আর নয় একাকী দাঁড়িয়ে থাকা। পথ ভুলে প্রিয়া এসে বসুক পাশে থাকা শুন্য চেয়ার টায়। খুব সুন্দর লিখেছেন।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
সতত ভালোবাসা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
শূণ্যতা অজগরের মতোই জাপটে ধরে। দারুন ভাবনার চমৎকার উপস্থাপন। অফুরন্ত শুভকামনা। শুভ রাত্রি
মনিরুজ্জামান অনিক
সতত ভালোবাসা জানবেন।
শুভ দুপুর।।