শুরু থেকে শুরু করি

খাদিজাতুল কুবরা ১৯ মে ২০২৪, রবিবার, ০৬:৪৯:৫২অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

এই গ্রীষ্মের দুপুর, গনগনে রোদ ছায়াহীন,

আগুনের আঁচ লেগে আছে মুখের শুকনো ক্ষতে,

না কোনো অভিযোগ নেই,

সবই ঈশ্বরের অকৃপণ দান!

জ্বলের দাগ শুকিয়ে গেছে কতকাল আগে,

সেই থেকে আর জ্বালাইনা কাউকে।

জেনেই বা কি করবে লোকে?

ক্লোনাজিপাম যখন অকার্যকর।

একলা হলে তারা গুনি,

শেষ নেই জেনে ও শুরু থেকে শুরু করি।

লাল, নীল, বেগুনি দুঃখ সবই মাঠের মধ্যে রোপণ করি,

একদিন আকাশ ছোঁবে এই আশায়।

হতেও পারে, আমার ভালোবাসা নিয়ে সে ;

তার আকাশ সাজাবে সাতরঙা।

তারপর জলপাইগুড়ির কোন এক কটেজে

কিংবা হিমালয়ে বসাবে চা’র আসর।

আমার শোক খড় কুটো, তার কড়িকাঠ।

আমি ভেসে যাওয়া জঞ্জাল ,

হারিয়ে যাব গহীনের চিরল স্রোতে।

গঙ্গাপূজা তার স্বার্থক হোক,

সে যেন পায় সাধনার ধন!

২৭৫জন ১৯৪জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ