যাক না গোল্লায় জীবনের অধিকারগুলো
হউক না আজ কিছু উলোট পালোট
গাইবো না এবার কোন জনতার গান
গাইবো শুধু ছন্দে ছন্দে শুধু ভালবাসার গান।
ক্ষণিকে জীবনে কে পর কে বা আপন
ভাবি না কিছু আর সবই যে তার
জম্মের স্বাধ আজম্মার তরে
ভালবাসার স্বাধ মানবের উপরে।
চাই না আমি পাহাড় তুল্য হীরা মণি
চাই না আমি হতে সকলের মধ্য মণি
চাই শুধু তোমার কাছে দূর অতীতে
অজানা
ভালবাসার সমুদ্র জয়ের কাহিনী।
হারিয়ে যাবো হারিয়ে যেতে চাই
সেই আগুন লাগা ফাগুনে সেই কৃষ্ণচুড়ায়
পাশা পাশি মূখো মূখি বসিবার ফের অধিকার
জানি,গত হয়েছে কাল
নেই আর ভালবাসর সেই ঝাল।
সময়ের পিছু ছুটেছি অন্ধ হয়ে
রেখেছিলাম ওয়েট লিষ্টে তোমার অধিকার টুকু
আজ বয়সের ক্লান্তি লগ্নে
একটু ছোয়াঁ একটু আদর মন বলে দুটি হৃদয়ের।
তুমি আমি সে অথবা আমরা
রব না কেহ চিরদিন ধরনীর বুকে
পৃথিবীর সব কিছুই ধ্বংসাজ্ঞ অবসম্ভাভাবী
শুধু তোমার আমার আমাদের ভালবাসা
রবে মৃত্যুঞ্জয়ী।
৮টি মন্তব্য
মশাই
আশায় বুক বাঁধা যায় এমন কবিতা আজকাল খুব কম দেখি, বিরহের কবিতা লিখতে লিখতে, পড়তে পড়তে বিরহের সাথে বন্ধুত্ব গভীর হয়ে উঠেছে। অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম। -{@
মা মাটি দেশ
ধন্যবাদ ভাইয়া, সত্যি টেনসনে লাইফ হয়ে গেছে ছেড়াবেড়া তাই সব ছেড়ে একটু ফ্রি নিজেকে হালকা করা আর কি।
শুন্য শুন্যালয়
অনেক ভালো লাগলো ভাইয়া, অনেকদিন পর কবিতা লিখলেন।। খুব ভালো।। -{@
মা মাটি দেশ
ধন্যবাদ আপু হ্যা কবিতা কি না জানি না তবে লাইফের অস্হিরতায় নিজেকে লুকিয়ে রাখার ইচ্ছে গুলো বললাম। -{@
পুষ্পবতী
খুব ভালো লাগলো কবিতাটি।ভালো লিখেছেন। -{@ (y)
মা মাটি দেশ
ধন্যবাদ আপু
স্বপ্ন নীলা
ভাল লাগা রেখে গেলাম — দারুন কবিতা
মা মাটি দেশ
ধন্যবাদ এবং শুভেচ্ছা -{@ (y) আপু