
আমার শেকল পরা হাত জানে, একটা শিশির ভেজা সকাল কখনো লেখা হয়নি।
একটা দুপুর জানে, আমার কাছ থেকে কি করে কেড়ে নেয়া হয়েছে নিস্তব্ধ প্রহরের গুনগুনানী।
পেরেক ফোঁটা পায়ের তালু জানে, সীমানা লঙ্ঘন করে কি করে রেখে এসেছে চিন্হ কাঁটাতারের ওপারে!
একটা ঝড়ের বিকেল জানে, কি করে ঝড় আসার আগেই লিখে নিয়েছে আমার সমস্ত অনুভূতির দলিল!
রাতের পর রাত জানে,,,কি করে বিদ্ধংসী আঘাতে আঘাতে কেড়ে নেয়া হয়েছে স্বপ্ন দেখার ঘুম!
চুড়ি ভেঙে বসে গেছে কবজির রক্তনালীতে…
ফিনকি দিয়ে বাণ ছুটছে তো ছুটছেই….
এরপর কিসের আবদার আমার কাছে আর কোনো কিছুর?
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ব্যাথায় ব্যাথায় লিখে গেলেন ইতিহাস তবুও জীবন বহমান খরস্রোতা নদী বা স্রোতহীন নদী। তবুও বেঁচে থাকার চেষ্টার ক্রুটি নেই মহান ইশ্বর যতক্ষন রেখেছেন এধরায়।
সবকিছুর পরও আবদার করে যায় মানুষের কাছে ভালো থাকআর বেঁচে থাকার জন্য।
বন্যা লিপি
ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
সুন্দর এক অনুভবে দ্রোহের ভাবনার প্রকাশ কবি আপু
বন্যা লিপি
জি…. ধন্যবাদ আপনাকে কবি।
হালিমা আক্তার
তবু ও যে আবদার করতে হয়। ভালোবাসার জল শুকিয়ে গেলেও, ভালোবাসার উত্তাপ কমে যায় নি। শুভ কামনা রইলো।
বন্যা লিপি
আপনার জন্যও শুভ কামনা আপা 🌹🌹