“সেলিম রেজা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। নান্দিনা শেখ আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, নান্দিনা, জামালপুর।”—স্যারের জন্য লেখা।
কবিতাটি স্যারের পিতা-মাতার প্রতি উৎসর্গ করলাম।
—————————————————————–
শিক্ষাগুরু করেন শুরু
মানুষ হওয়ার পড়া,
সফল যত মানুষ আছে
তারই হাতে গড়া।
.
কষ্ট করে যত্ন নিয়ে
শিক্ষা করেন চাষ,
ফলে সেথায় সোনার ফসল
মিটে মনের আশ।
.
মোদের যত স্বপ্ন আশা
স্যারের হাতেই গড়া,
স্যারের কথা না মানলে
খেতে হবে ধরা।
.
অজ্ঞতাকে দূর করবেন
এই নিয়েছেন পণ,
ভালোবেসে উপহার দিচ্ছেন
শিক্ষা নামের ধন।
.
হৃদয় ফ্রেমে যতন করে
সেলিম স্যারের নাম,
লেখেছি তা খোদায় করে
রাখতে যে সুনাম।
.
ছাত্র হয়ে ভীষণ খুশি
পেয়ে তার দর্শন,
খোদার রহম তাহার উপর
হোক সদা বর্ষণ।
……..
রচনাকাল : ১৫/০৯/২০২২ইং
স্থান : পশ্চিম থুরী, মেলান্দহ, জামালপুর।
৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন
মোঃ মজিবর রহমান
মানুষের মাঝে সর্বশ্রদ্ধা জানাই শিক্ষাগুরুকে
হাটা, পড়া কলম ধরায় শিক্ষাই শিক্ষকে
ফ্যাশন, স্টাইল থাকতে স্বপ্নে
শিক্ষকের দর্শন আকর্ষনে।
শব্দ উচ্চারণ, কথার ভংগীমা
আচারআচরনে রপ্ত করিতাম স্বযতনে
যত আশা, ভরসা পেতাম খুজে
তাদেরই প্রেরণায় সর্বদা।
বোরহানুল ইসলাম লিটন
অনন্য শ্রদ্ধাঞ্জলী!
পিতা মাতার পরে
শিক্ষকই মানুষ গড়ার কারিগর!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিম নজরুল
চমৎকার ছান্দসিক শিক্ষকবন্দনা।