
আজ শহর জুড়ে বৃষ্টি নামুক
মেঘের কান্নায় ভেসে যাক আমার বুক
নিঃসঙ্গতায় আর কাটাতে চাই না
রাতের গভীরতা
বৃষ্টির রিমঝিমে মুখরীত হোক
মনের প্রান্তর, ভাবনার চতুষ্কোণ
স্বপ্নরা ডানা মেলুক, উষ্ণতার আবেশে
চৈতণ্যের অভিসারে ।
আমি বৃষ্টির কোলাহলে
নতুন করে জাগতে চাই
একাকীত্বের প্রহরে, বৃষ্টিই হোক
আমার প্রিয় মুহুর্তের প্রিয়ভাজন ,
আমার অস্তিত্বে বেসুরে বেজে উঠুক
মেঘের কান্নার ধ্বনি
আমি উজ্জীবিত হবো,
চঞ্চল প্রজাপতি হবো
ডানা মেলবো, স্বপ্নভুক প্রাণে
বৃষ্টি নির্যাসে খুঁজে নিবো
একান্তীয় বাসর ।
আমার এই একলা প্রহরে আজ
রাতের নিস্তব্ধ গভীরতায়
বৃষ্টি ই হোক পরম সঙ্গী
তার উষ্ণতা মেখে, হৃদয়ের সহবাসে
চরম অভিলাষে, বিলিয়ে দিবো
বৃষ্টি জলে, আমার একাকীত্বে ঘ্রাণ ।
আজ শহর জুড়ে বৃষ্টি নামুক
আমি তার দোসর হবো, একান্তীয়
ধুয়ে যাক, মুছে যাক এক প্রহরে
নিঃসঙ্গতার প্রান্তিক চিবুক ।
রচলা কাল ঃ ০৪/০২/২০২২
ঢাকা
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির ছোঁয়া কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা ভাই
হালিমা আক্তার
আসুক বৃষ্টি, মুছে যাক একাকিত্বের অবসাদ। চমৎকার কাব্যিক ভাবনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
নিঃসঙ্গতা কাটাতে বৃষ্টি চাওয়া যেতে পারে। স্বশব্দ বৃষ্টি প্রতি মূহুর্তে অনুভব করাবে নিশ্চুপ রাতে আমি একা জেগে নেই।
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা