
চোখ বন্ধ, মুখ বন্ধ
বন্ধ দেহের ঘাম-
তবু আধার দেখে
কল্পনাতে র্ফসার নাম-
চুপ থাক চোখ দেখ
সজা চল- ঘর বন্দি
মুরগীর ফার্ম !
অথচ পুষা বিড়াল
থাকতে কষ্ট- কুকুরের
উঠন বেযাই নষ্ট- যে
সর্ব জনের মনে পষ্ট;
এযে নিত্যক্ষণের কাম
বুঝা নেই- শুনা নেই
তিনবেলা ভাত- কোন
মতে কেটে যাক রাত!
ভাবতে পার গলায় ফাঁস-
যে কোন সময় হবে আস-
এ যে ঘর বন্দি মুরগির ফার্ম।
০৪ ভাদ্র ১৪২৮, ১৯ আগস্ট ২১
৫টি মন্তব্য
আরজু মুক্তা
জীবন এমনি মুরগির ফার্মের মতো। পরিশ্রম কমে গেছে।
শুভ কামনা ভাই
সাবিনা ইয়াসমিন
করোনার বিধিনিষেধ আমাদের ফার্মের মুরগী বানিয়ে দিয়েছে। কিন্তু কিছু করার নেই, পৃথিবী সুস্থ হয়ে না উঠা পর্যন্ত আমাদের জীবনযাত্রা সহজ হবার নয়।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
আমাদের নাগরিক জীবন অনেকটা মুরগির ফার্ম এর মতো। করোনা আরো ফার্ম বানিয়ে দিয়েছে। শুভ কামনা রইলো।
রিতু জাহান
করোনা কতো কি যে শেখালো, আর দেখালো!
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
জীবনের অন্যরূপ — বুঝা নেই- শুনা নেই
তিনবেলা ভাত- কোন
মতে কেটে যাক রাত!
ভাবতে পার গলায় ফাঁস-
যে কোন সময় হবে আস-
এ যে ঘর বন্দি মুরগির ফার্ম।