
আজকাল সম্পর্ক গুলো
কেমন যেন ভেজা স্যাতসেতে,
দীর্ঘদিন বৃষ্টি ভেজা পুরানো দালানের মতো
শ্যাওলা জমে জমে কর্দমাক্ত,
একটু অসাবধানতায় পিছলে পড়তে হয়।
অথচ কোন এক সময় ছিল
সদ্য কেনা টাইলস এর মত
মেঝেতে ছায়া পড়লেও দেখা যেত।
জীবনে টানাপোড়নে সম্পর্কগুলো
একটি উত্তাপ চায়, চায় ঝকঝকে রোদ্দুর
ঠিক যেন ভাদ্র মাসে কড়া রোদে
পুরাতন কাপড় রোদে দেওয়ার মত।
ছবি সংগ্রহ: নেট থেকে।
১০টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সম্পর্ক ধারা আজ বড়ই বেহাল
কারণে অকারণে ক্ষণে ক্ষণে তার
কেটে যায় সুর তাল।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি আপু
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
হায়! সম্পর্ক হিদে আজ ঠাই না
ঠাই আজ নগদে বুঝে পাওনা
সত্য এটাই,
নগদ যা পাও হাত পেতে নাও।
এখন আর কেউ চাইনা, লম্বা টেস্ট ম্যাচ খেলতে,
ভালো থাকুন সতত।
হালিমা আক্তার
সংক্ষিপ্ত জীবনের সবই সংক্ষিপ্ত হয়ে গেছে। সব কিছুই খুব সহজে পেতে চাই। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
এখন প্ররিশ্রম ব্যতিরেখে সবাই পেতে চাই। আর এখানেই আমাদের নষ্ট অনেক কিছুই।
রোকসানা খন্দকার রুকু
সম্পর্কগুলোতে আমরা উত্তাপ দেবার বদলে নষ্ট করে ফেলছি। এখন যেন এটাই নিয়ম হয়ে গেছে। সম্পর্ক ফিরে পাক তার নতুন রঙ এই কামনা।
হালিমা আক্তার
সুন্দর বলেছেন। সম্পর্কের ব্যাপারে এখন আমরা যত্নশীল নই। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
দীর্ঘদিন যত্নহীন পড়ে থাকলে সবকিছুতেই ক্ষয় ধরে। সম্পর্ক টিকে থাকে যত্নে-ভালোবাসায়।
শুভ কামনা 🌹🌹